Teams and Outlook Go Down: মাইক্রোসফট বিপর্যয়! টিমস ও আউটলুক দীর্ঘক্ষণের জন্য বিকল, ঝামেলায় ব্যবহারকারীরা

Last Updated:

Teams and Outlook Go Down: এ ছাড়া অস্ট্রেলিয়া ও আরব আমিরশাহীতেও এই ঘটনা ঘটেছে বলে খবর৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন৷

কলকাতা: যান্ত্রিক ত্রুটির মুখে চরম বিপদের মুখে পড়ল প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট৷ আর সেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিকল হয়ে পড়ল মাইক্রোসফট টিমস ও আউটলুকের মেল পরিষেবা৷ সারা পৃথিবী জুড়েই এই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ঝামেলায় পড়লে ব্যবহারকারীরা৷ শুধু টিমস নয়, আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ ও এক্সবক্স লাইভও বিকল হয়ে পড়েছিল৷
খবর পাওয়া গিয়েছে, সারা পৃথিবীজুড়ে মোট ৩ হাজার ৯৪৫ জন ব্যবহারকারী এই বিষয়ে রিপোর্ট করেছেন৷ প্রথম খবরটি আসে এই দিন সকাল ৭.৪৩ মিনিটে৷ ইউকে অর্থাৎ ব্রিটেন থেকে এই খবর আসে৷ ব্রিটেনের ম্যাঞ্চেস্টার, লন্ডন, বার্মিংহ্যাম, নরউইচ ও অক্সফোর্ড ব্রিংটন ও কার্ডিভে এই সমস্যা চিহ্নিত হয়েছে৷ ভারত থেকে মোট ৩ হাজার ৯০০টি যান্ত্রিক গোলমালের খবর এসেছে৷ এ ছাড়া জাপান থেকে মোট ৯০০টি খবর এসেছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: পুজো হচ্ছেই প্রেসিডেন্সিতে! থিম মেনে বাগদেবীর আরাধনায় তৃণমূল ছাত্র পরিষদ, পুজো করবেন মহিলা পুরোহিত
এ ছাড়া অস্ট্রেলিয়া ও আরব আমিরশাহীতেও এই ঘটনা ঘটেছে বলে খবর৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন৷ ইথিয়োপিয়া থেকেও অনেকেই এই নিয়ে সমস্যার কথা প্রয়োগ করেছেন৷ এশিয়ার একাধিক দেশ, যেমন শ্রীলঙ্কার থেকেও সাধারণ অনেক ব্যবহারকারী এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷
advertisement
এই ঘটনা নিয়ে ট্যুইট করেছে মাইক্রোসফট টিমও৷ তাদের তরফ থেকে পোস্ট করে বলা হয়েছে, ‘‘আমরা এই সমস্যা একাধিক টিমের সাহায্যে বিষয়টি খতিয়ে দেখছি৷ মাইক্রোসফটের অ্যাডমিন সেন্টারে এই বিষয়ে একাধিক তথ্য আপনারা পাবেন৷ আমরা পরবর্তীকালে একটি নেটওয়ার্ক ইস্যু চিহ্নিত করেছি৷ পরবর্তীতে সমস্যা মেটাতে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি৷’’
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Teams and Outlook Go Down: মাইক্রোসফট বিপর্যয়! টিমস ও আউটলুক দীর্ঘক্ষণের জন্য বিকল, ঝামেলায় ব্যবহারকারীরা
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement