Teams and Outlook Go Down: মাইক্রোসফট বিপর্যয়! টিমস ও আউটলুক দীর্ঘক্ষণের জন্য বিকল, ঝামেলায় ব্যবহারকারীরা

Last Updated:

Teams and Outlook Go Down: এ ছাড়া অস্ট্রেলিয়া ও আরব আমিরশাহীতেও এই ঘটনা ঘটেছে বলে খবর৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন৷

কলকাতা: যান্ত্রিক ত্রুটির মুখে চরম বিপদের মুখে পড়ল প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট৷ আর সেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিকল হয়ে পড়ল মাইক্রোসফট টিমস ও আউটলুকের মেল পরিষেবা৷ সারা পৃথিবী জুড়েই এই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ঝামেলায় পড়লে ব্যবহারকারীরা৷ শুধু টিমস নয়, আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ ও এক্সবক্স লাইভও বিকল হয়ে পড়েছিল৷
খবর পাওয়া গিয়েছে, সারা পৃথিবীজুড়ে মোট ৩ হাজার ৯৪৫ জন ব্যবহারকারী এই বিষয়ে রিপোর্ট করেছেন৷ প্রথম খবরটি আসে এই দিন সকাল ৭.৪৩ মিনিটে৷ ইউকে অর্থাৎ ব্রিটেন থেকে এই খবর আসে৷ ব্রিটেনের ম্যাঞ্চেস্টার, লন্ডন, বার্মিংহ্যাম, নরউইচ ও অক্সফোর্ড ব্রিংটন ও কার্ডিভে এই সমস্যা চিহ্নিত হয়েছে৷ ভারত থেকে মোট ৩ হাজার ৯০০টি যান্ত্রিক গোলমালের খবর এসেছে৷ এ ছাড়া জাপান থেকে মোট ৯০০টি খবর এসেছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: পুজো হচ্ছেই প্রেসিডেন্সিতে! থিম মেনে বাগদেবীর আরাধনায় তৃণমূল ছাত্র পরিষদ, পুজো করবেন মহিলা পুরোহিত
এ ছাড়া অস্ট্রেলিয়া ও আরব আমিরশাহীতেও এই ঘটনা ঘটেছে বলে খবর৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন৷ ইথিয়োপিয়া থেকেও অনেকেই এই নিয়ে সমস্যার কথা প্রয়োগ করেছেন৷ এশিয়ার একাধিক দেশ, যেমন শ্রীলঙ্কার থেকেও সাধারণ অনেক ব্যবহারকারী এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷
advertisement
এই ঘটনা নিয়ে ট্যুইট করেছে মাইক্রোসফট টিমও৷ তাদের তরফ থেকে পোস্ট করে বলা হয়েছে, ‘‘আমরা এই সমস্যা একাধিক টিমের সাহায্যে বিষয়টি খতিয়ে দেখছি৷ মাইক্রোসফটের অ্যাডমিন সেন্টারে এই বিষয়ে একাধিক তথ্য আপনারা পাবেন৷ আমরা পরবর্তীকালে একটি নেটওয়ার্ক ইস্যু চিহ্নিত করেছি৷ পরবর্তীতে সমস্যা মেটাতে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি৷’’
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Teams and Outlook Go Down: মাইক্রোসফট বিপর্যয়! টিমস ও আউটলুক দীর্ঘক্ষণের জন্য বিকল, ঝামেলায় ব্যবহারকারীরা
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement