২,৬২০ কোটি ডলারে লিঙ্কডইন কিনে নিচ্ছে মাইক্রোসফট

Last Updated:

লিঙ্কডইন কিনে নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সোমবার ২,৬২০ কোটি ডলারে লিঙ্কডইন কিনে নেওয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট ৷

#নয়াদিল্লি: লিঙ্কডইন কিনে নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সোমবার ২,৬২০ কোটি ডলারে লিঙ্কডইন কিনে নেওয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট ৷ শেয়ার-পিছু ১৯৬ ডলারে লিঙ্কডইন কেনার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা ৷ শুক্রবার বাজার বন্ধের সময়ের তুলনায় এই মূল্য প্রায় ৪৯.৫% বেশি ৷
লিঙ্কডইন বিশ্বের সবচেয়ে  বড় পেশাদারদের কমিউনিটি ৷ এর মাধ্যমে পেশাদাররা নিজেদের পরিচিতি বাড়াতে পারেন ৷ পাশাপাশি চাকরি খোঁজারও এটি একটি বড় মাধ্যম ৷
সত্য নাদেল্লা জানান, ‘লিঙ্কডইন নিয়ে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ৷ লিঙ্কডইন কেনার পরিকল্পনা অনেক দিনেরই ৷ বেশ অনেকদিন ধরেই এই বিষয়ে আমার রেইড ও জেফের সঙ্গে আলোচনা চলছিল ৷’
advertisement
advertisement
তিনি আরও জানান, জেফ ওয়েইনার-ই লিঙ্কডইন সিইও থাকবেন ৷
এই ডিলের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় পা রাখল মাইক্রোসফট ৷
এই মুহূর্তে লিঙ্কডইন ব্যবহারকারীর সংখ্যা ৪৩ কোটি ৷ তবে অনেকের মতে লিঙ্কডইন কিনতে অনেক বেশি মূল্য দিয়েছে মাইক্রোসফট ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২,৬২০ কোটি ডলারে লিঙ্কডইন কিনে নিচ্ছে মাইক্রোসফট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement