২,৬২০ কোটি ডলারে লিঙ্কডইন কিনে নিচ্ছে মাইক্রোসফট
Last Updated:
লিঙ্কডইন কিনে নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সোমবার ২,৬২০ কোটি ডলারে লিঙ্কডইন কিনে নেওয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট ৷
#নয়াদিল্লি: লিঙ্কডইন কিনে নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সোমবার ২,৬২০ কোটি ডলারে লিঙ্কডইন কিনে নেওয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট ৷ শেয়ার-পিছু ১৯৬ ডলারে লিঙ্কডইন কেনার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা ৷ শুক্রবার বাজার বন্ধের সময়ের তুলনায় এই মূল্য প্রায় ৪৯.৫% বেশি ৷
লিঙ্কডইন বিশ্বের সবচেয়ে বড় পেশাদারদের কমিউনিটি ৷ এর মাধ্যমে পেশাদাররা নিজেদের পরিচিতি বাড়াতে পারেন ৷ পাশাপাশি চাকরি খোঁজারও এটি একটি বড় মাধ্যম ৷
সত্য নাদেল্লা জানান, ‘লিঙ্কডইন নিয়ে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ৷ লিঙ্কডইন কেনার পরিকল্পনা অনেক দিনেরই ৷ বেশ অনেকদিন ধরেই এই বিষয়ে আমার রেইড ও জেফের সঙ্গে আলোচনা চলছিল ৷’
advertisement
advertisement
তিনি আরও জানান, জেফ ওয়েইনার-ই লিঙ্কডইন সিইও থাকবেন ৷
এই ডিলের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় পা রাখল মাইক্রোসফট ৷
এই মুহূর্তে লিঙ্কডইন ব্যবহারকারীর সংখ্যা ৪৩ কোটি ৷ তবে অনেকের মতে লিঙ্কডইন কিনতে অনেক বেশি মূল্য দিয়েছে মাইক্রোসফট ৷
Location :
First Published :
June 14, 2016 2:13 PM IST