ChatGPT, Google Bard-কে জোর ধাক্কা! বাজারে এল Meta-র বিনামূল্যের এআই মডেল
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কোম্পানির তরফে জানানো হয়েছে যে, তাদের নতুন এই এআই মডেল Llama 2 গবেষণা এবং বাণিজ্যিক কাজের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে।
জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি Meta নিয়ে এল নতুন এআই মডেল Llama 2। ChatGPT এবং Google Bard-কে টক্কর দিতেই এই উদ্যোগ। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, তাদের নতুন এই এআই মডেল Llama 2 গবেষণা এবং বাণিজ্যিক কাজের জন্য বিনামূল্যে ব্যবহার করা যাবে।
LLAMA 2-এর জন্য Meta এবং মাইক্রোসফ্টের পার্টনারশিপ –
Meta-র সিইও মার্ক জুকারবার্গ মঙ্গলবার জানিয়েছেন যে, তাঁরা মাইক্রোসফ্টের সঙ্গে পার্টনারশিপ করছেন তাঁদের এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে পরবর্তী প্রজন্মের পরিচয় করিয়ে দিতে এবং প্রযুক্তি তৈরি করতে, যা Llama 2 নামে পরিচিত।
advertisement
আরও পড়ুন: আগামী মাসে OnePlus আনছে তাদের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন V Fold, ফিচার জানলে চোখ কপালে উঠবে!
advertisement
LLAMA 2-এর অ্যাকসেস –
Meta Llama 2-এ অ্যাকসেস দিচ্ছে বিভিন্ন কোম্পানি, প্রযুক্তি ও অ্যাকাডেমিকে, যারা আজকের AI প্রযুক্তিতে একটি উন্মুক্ত উদ্ভাবন পদ্ধতিতে বিশ্বাস করে। Meta একটি ব্লগ পোস্টে জানিয়েছে যে, “আমরা দায়িত্বের সঙ্গে এআই মডেল নির্মাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যাঁরা Llama 2 ব্যবহার করবেন, তাঁদেরও সহায়তা করার জন্য প্রস্তুত।”
advertisement
এছাড়াও Meta-র তরফে জানানো হয়েছে যে, “আমরা বিশ্বাস করি আজকের এআই মডেলগুলির বিকাশের জন্য একটি উন্মুক্ত পদ্ধতিই সঠিক। বিশেষ করে উৎপাদনশীল জায়গায়, যেখানে প্রযুক্তি দ্রুত অগ্রসর হচ্ছে। AI মডেলগুলিকে উপযুক্ত ভাবে ব্যবহার করলে, তারা সকলের উপকার করতে পারে।”
advertisement
Meta-র এই এআই মডেল ব্যবসা, স্টার্টআপ, উদ্যোক্তা এবং গবেষকদের এমন একটি স্কেলে ডেভেলপড টুলগুলিতে অ্যাকসেস দিতে সক্ষম হতে পারে, যা নিজেদের দ্বারা তৈরি করা চ্যালেঞ্জিং হবে। এটি উদ্ভাবনের একটি নতুন জগত খুলে দেবে এবং শেষ পর্যন্ত অর্থনৈতিক ও সামাজিকভাবে উপকৃত হওয়া যাবে।
LLAMA 2 উপলব্ধতা –
কোম্পানির তরফে জানানো হয়েছে যে, Llama 2 Azure AI মডেল ক্যাটালগে উপলব্ধ, যা Microsoft Azure ব্যবহার করে ডেভেলপারদের ফিল্টারিং এবং সিকিউরিটি ফিচারের জন্য ক্লাউড-নেটিভ টুলস ব্যবহার করতে সক্ষম করে।
advertisement
এটি উইন্ডোজে স্থানীয়ভাবে চালানোর জন্যও অপ্টিমাইজ করা হয়েছে। Llama 2 Amazon Web Services (AWS), Hugging Face এবং অন্যান্য বিভিন্ন মাধ্যমেও উপলব্ধ।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 4:25 PM IST