প্রতারণার অভিযোগে আটক ফ্রিডম ২৫১ মোবাইল প্রস্তুতকারক কোম্পানির ডিরেক্টর

Last Updated:

ফের বিতর্কের জড়াল ফ্রিডম ২৫১ ফোন ৷ বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন বাজারে এনে হইচই ফেলে দিয়েছিল এই সংস্থা ৷

#নয়াদিল্লি: ফের বিতর্কের জড়াল ফ্রিডম ২৫১ ফোন ৷ বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন বাজারে এনে হইচই ফেলে দিয়েছিল এই সংস্থা ৷ নয়ডায় অবস্থিত এই সংস্থার ডিরেক্টর মোহিত গোয়েলের উপর এবার নজর পুলিশ ৷ জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার মোহিতকে আটক করেছে পুলিশ ৷
গাড়িয়াবাদের অয়ম এন্টারপ্রাইজ নামে একটি ডিস্ট্রিবিউটর সংস্থা মোহিত গোয়েলের বিরুদ্ধে ১৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ দায়ের করে থানায় ৷ এরপরই রিংগিং বেলস সংস্থার ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে গাজিয়াবাদ থানার পুলিশ ৷
FIR -এ অয়ম এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে ২০১৫ সালে নভেম্বর মাসে গোয়েল ও রিংগিং বেলস সংস্থার বিভিন্ন আধিকারিকরা তাকে ফিডম ২৫১-এর ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য প্রভাবিত করেছিল ৷
advertisement
advertisement
এরপর রিংগিং বেলস সংস্থাকে বিভিন্ন সময় নেট ব্যাঙ্কিয়ের মাধ্যমে ৩০ লক্ষ টাকা দেওয়া হয় ৷ কিন্তু বদলে কেবল ১৩ লক্ষ টাকার জিনিস দেওয়া হয় ৷ বারবার বলা সত্ত্বেও  বাকি টাকা এখনও তাকে দেওয়া হয়নি বলে জানানো হয়েছে এফআইআর-এ ৷
অয়ম এন্টারপ্রাইজের মালিক আরও জানিয়েছেন, বাকি টাকা চাইতে গেলে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ৷
advertisement
এর আগেও বেশ কয়েকবার বির্তকে জড়িয়েছে ফ্রিডম২৫১ ৷ গত বছরের ফেব্রুয়ারি মাসে ফ্রিডম ২৫১ স্মার্টফোন বিক্রি করা শুরু করে রিঙ্গিং বেলস। নয়ডার এই ফোন প্রস্তুতকারক কোম্পানির কীভাবে এত সস্তায় ফোন দিতে পারে, সে প্রশ্নই সন্দেহেফেলেছে ইডি ও আইটি বিভাগকে ৷ এই কোম্পানির লেন-দেন, আইটি রির্টানও খতিয়ে দেখছে আইটি দফতর ৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রীসভাও প্রশ্ন তুলেছে, কীভাবে বিআইএস-এর নির্দেশ ছাড়াই সস্তা মোবাইল বিক্রির সিদ্ধান্ত নেয় ?
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
প্রতারণার অভিযোগে আটক ফ্রিডম ২৫১ মোবাইল প্রস্তুতকারক কোম্পানির ডিরেক্টর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement