আর সেদ্ধ বা ভাজা নয়, এবার খেয়ে নিন ম্যাগির পায়েস ! রইল রেসিপি

Last Updated:

ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুধ দিয়ে ম্যাগি বানাচ্ছেন এক মহিলা।

ম্যাগি (Maggi) এমন একটি খাবারের জিনিস যা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে খুব ভাল বাসে। ২ মিনিটে তৈরি হয়ে যাত ম্যাগি তাই অনেকেই এর উপর ভরসা রাখেন। বিভিন্ন জন বিভিন্ন ভাবে ম্যাগি তৈরি করে থাকে। কেউ কেউ এতে সবজি দেয়, কেউ মাখন আর কেউ আবার নিজের মশলা দিয়েও এক্সপেরিমেন্ট করে থাকে। কিন্তু আপনি কী কখনও দুধ দিয়ে ম্যাগি বানানোর কথা ভেবেছেন। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ম্যাগি বানানোর ভিডিও।
কেউ কেউ এই ভিডিওটি দেখে প্রবল ক্ষুব্ধ আবার কেউ কেউ এটা নিয়ে মজাতে মেতেছে। কারন এটা কোনও সাধারন ম্যাগি নয়, এই ম্যাগি তৈরি হচ্ছে দুধ দিয়ে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলা মিষ্টি ম্যাগি বানাতে সেখাছেন। এখানে সে জলের বদলে দুধ দিয়ে ম্যাগি বানাচ্ছেন । তারপর সে এতে মেসাছেন শুখন গলাপ ফুলের পাপড়ি, কেওড়ার জল আর কনডেন্সড মিল্ক। তবে ম্যাগির প্যাকেটের ভিতর থাকা মশলা ব্যবহার করা হয়নি এই পদ্ধতিতে।
advertisement
advertisement
সবার প্রথমে এই ভিডিওটি সেয়ার করে Sahil Adhikaari নামে ট্যুইটার ইউজার, তারপরেই ভাইরাল হয়ে যার এই ভিডিওটি। এখনও পর্যন্ত ২ লক্ষ থেকে বেশি বার দেখা হয়েছে এই ভিডিওটি।
কেউ কেউ এই প্রণালী দেখে বেশ বিস্মিত। কেউ কেউ এই প্রক্রিয়াকে বেশ অভিনবও বলেছেন। দেখে নিন কে কী বলেছে -
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আর সেদ্ধ বা ভাজা নয়, এবার খেয়ে নিন ম্যাগির পায়েস ! রইল রেসিপি
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement