TikTok অ্যাপ নিষিদ্ধ হোক, কেন্দ্রকে বলল মাদ্রাজ হাইকোর্ট

Last Updated:
#চেন্নাই: পর্নোগ্রাফি থেকে অসঙ্গতিপূর্ণ ভিডিও উঠে আসছে TikTok অ্যাপের মার্ফৎ৷ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট৷ মাদ্রাজ হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী এই চিনা অ্যাপটিকে ডাউনলোডের নিয়ম বন্ধ করুন কেন্দ্র৷ কোর্টের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে এই অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে পর্নোগ্রাফি, যা খুব সহজেই পৌঁছে যাচ্ছে নানা বয়সের মানুষের কাছে৷ যা বিপজ্জনক৷
বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি এস এস সুন্দরের ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে৷ TikTok অ্যাপকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করা হয় সেখানেই৷ চিনা এই অ্যাপটি প্রায় ১ কোটি ভারতীয় এই মুহূর্তে ব্যবহার করছেন৷ ঠিক যেভাবে ব্লু হোয়েল গেমের জন্য প্রাণ হারিয়েছিলেন অনেক যুবক-যুবতী, সেভাবেই TikTok থাবা বসাতে চলেছে যুবসমাজের উপর৷ যা মোটেও হিতকর নয়৷ এমনই মনে করা হচ্ছে৷ এই অ্যাপের মাধ্যমেও অচেনা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন হচ্ছে৷ যা অনেককেই বেপথে নিয়ে যাচ্ছে৷ জানিয়েছে আদালত৷ মুম্বইয়ে ১৭ বছরের এক যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে এইভাবে, উল্লেখ করেছে আদালত৷
advertisement
কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে TikTok-এ তৈরি ভিডিও দেখানো যাবে না কোনও মিডিয়ায়ও৷ ইতিমধ্যেই এই চিনা অ্যাপটি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সরকারও নিষিদ্ধ ঘোষণা করেছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে পাস হয়েছে চিল্ডরেন অনলাইন প্রাইভেসি অ্যাক্ট৷ মূলতঃ শিশুদের সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচানোর উদ্দ্যেশে এই পদক্ষেপ৷ এবার এতে সামিল হতে চলছে ভারতও৷
advertisement
advertisement
দু’মাস আগেই তামিলনাড়ুর তথ্যপ্রযুক্তি মন্ত্রী এম মানিকরণ বিষয়টি উল্লেখ করেন৷ TikTok কে নিষিদ্ধ করার প্রসঙ্গ স্থাপন করে তিনি বলেন যে এই বিষয় কেন্দ্রের মতামত নেবে তার রাজ্য৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
TikTok অ্যাপ নিষিদ্ধ হোক, কেন্দ্রকে বলল মাদ্রাজ হাইকোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement