TikTok অ্যাপ নিষিদ্ধ হোক, কেন্দ্রকে বলল মাদ্রাজ হাইকোর্ট

Last Updated:
#চেন্নাই: পর্নোগ্রাফি থেকে অসঙ্গতিপূর্ণ ভিডিও উঠে আসছে TikTok অ্যাপের মার্ফৎ৷ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট৷ মাদ্রাজ হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী এই চিনা অ্যাপটিকে ডাউনলোডের নিয়ম বন্ধ করুন কেন্দ্র৷ কোর্টের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে এই অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে পর্নোগ্রাফি, যা খুব সহজেই পৌঁছে যাচ্ছে নানা বয়সের মানুষের কাছে৷ যা বিপজ্জনক৷
বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি এস এস সুন্দরের ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে৷ TikTok অ্যাপকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করা হয় সেখানেই৷ চিনা এই অ্যাপটি প্রায় ১ কোটি ভারতীয় এই মুহূর্তে ব্যবহার করছেন৷ ঠিক যেভাবে ব্লু হোয়েল গেমের জন্য প্রাণ হারিয়েছিলেন অনেক যুবক-যুবতী, সেভাবেই TikTok থাবা বসাতে চলেছে যুবসমাজের উপর৷ যা মোটেও হিতকর নয়৷ এমনই মনে করা হচ্ছে৷ এই অ্যাপের মাধ্যমেও অচেনা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন হচ্ছে৷ যা অনেককেই বেপথে নিয়ে যাচ্ছে৷ জানিয়েছে আদালত৷ মুম্বইয়ে ১৭ বছরের এক যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে এইভাবে, উল্লেখ করেছে আদালত৷
advertisement
কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে TikTok-এ তৈরি ভিডিও দেখানো যাবে না কোনও মিডিয়ায়ও৷ ইতিমধ্যেই এই চিনা অ্যাপটি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সরকারও নিষিদ্ধ ঘোষণা করেছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে পাস হয়েছে চিল্ডরেন অনলাইন প্রাইভেসি অ্যাক্ট৷ মূলতঃ শিশুদের সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচানোর উদ্দ্যেশে এই পদক্ষেপ৷ এবার এতে সামিল হতে চলছে ভারতও৷
advertisement
advertisement
দু’মাস আগেই তামিলনাড়ুর তথ্যপ্রযুক্তি মন্ত্রী এম মানিকরণ বিষয়টি উল্লেখ করেন৷ TikTok কে নিষিদ্ধ করার প্রসঙ্গ স্থাপন করে তিনি বলেন যে এই বিষয় কেন্দ্রের মতামত নেবে তার রাজ্য৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
TikTok অ্যাপ নিষিদ্ধ হোক, কেন্দ্রকে বলল মাদ্রাজ হাইকোর্ট
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement