এবার মোবাইলে ভরসা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স !

Last Updated:

স্মার্টফোনের জায়গায় আরও উন্নত ফোন। গ্রাহকের চাহিদা ও ব্যবহার বুঝে নিজেই কাজ চালাতে পারবে যে ফোন, সেই টিকে থাকবে প্রতিযোগিতার বাজারে।

#কলকাতা: স্মার্টফোনের জায়গায় আরও উন্নত ফোন। গ্রাহকের চাহিদা ও ব্যবহার বুঝে নিজেই কাজ চালাতে পারবে যে ফোন, সেই টিকে থাকবে প্রতিযোগিতার বাজারে। অর্থাৎ ফোনে থাকতে হবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ( এআই)। চার্জার থেকে ইয়ারফোন - সবেতেই থাকবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের
ছোঁয়া। সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অার্টিফিসিয়াল ইনটেলিজেন্স বেসড ফোন বাজারে আনল লাভা। সংস্থার দাবি, জেড ৬১ সিরিজের এই
ফোনের চার্জারেও রয়েছে এআই প্রযুক্তি। যাতে ফোনকে মাত্র ২ ঘণ্টায় সম্পুর্ণ চার্জ করা সম্ভব।
advertisement
নতুন ফোনে থাকছে একগুচ্ছ ফিচার। ৮ এমপি রেয়ার ফোকাস ও ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। ভিডিও কলিং ও অল টাইম ভিজিবিলিটি র কথা মাথায়
advertisement
রেখে ডিজাইন করা হয়েছে জেড ৬১ সিরিজ ফোনের ক্যামেরা। ফোনে আছে অ্যান্ড্রয়েড ওরেও গো প্রসেসর। সংস্থার ডিজাইন ল্যাবেই উন্নত
ফোনের মডেল ডিজাইন করে লাভা। নিজস্ব উৎপাদন কেন্দ্রে বছরে ১ কোটি ৮০ লক্ষ ফোন তৈরি করে এই ভারতীয় সংস্থা।
সংস্থার দাবি, মোবাইল ফোনের ক্ষেত্রে তারাই প্রথম মেড-ইন-ইন্ডিয়ার শর্ত পূরণ করেছে। নিজেদের ১.৫ কিউআইডি প্রসেসর থাকায় দ্রুত ডাইনলোডেও
advertisement
সুবিধা হবে। জিও-র সঙ্গে গাঁটছড়া বেঁধে বেশ কিছু অফার মিলবে এই ফোনে। থাকছে ক্যাশ ব্যাক ও জিও প্রাইম মেম্বারশিপের সুবিধা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার মোবাইলে ভরসা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement