Lava Agni 2 5G : ২০ হাজারের মধ্যেই ২৫৬ জিবি স্টোরেজ, ক্যামেরাও ফাটাফাটি, আসছে Lava Agni 2 5G!
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Lava-র তরফে ঘোষণা করা হয়েছে যে, Lava Agni 2 5G ভারতে ১৬ মে দুপুর ১২টায় লঞ্চ করা হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে, ফোনটি বিশেষভাবে অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে।
যাঁরা Lava-র ফোন পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ Lava লঞ্চ করতে চলেছে তাদের নতুন একটি ফোন। এর জন্য নির্দিষ্ট তারিখও ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে যে ভারতে লঞ্চ করা হতে চলেছে Lava Agni 2 5G। এই ফোনটির অফিসিয়াল টিজার প্রকাশ করে জানানো হয়েছে যে, এই ফোনে ব্যবহার করা হতে চলেছে কার্ভড ডিসপ্লে-সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর।
Lava Agni 2 5G নামের এই নতুন ফোনটি Lava Agni 5G-র আপগ্রেড হিসাবে লঞ্চ করা হবে, যা ২০২১ সালের নভেম্বর মাসে চালু করা হয়েছিল। বেশ কিছুদিন ধরেই এই নতুন ফোন নিয়ে আলোচনা চলছিল। অবশেষে কোম্পানির তরফে অফিসিয়াল টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে এর লঞ্চের তারিখ।
advertisement
Lava-র তরফে ঘোষণা করা হয়েছে যে, Lava Agni 2 5G ভারতে ১৬ মে দুপুর ১২টায় লঞ্চ করা হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে, ফোনটি বিশেষভাবে অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে।
advertisement
একটি পুরনো রিপোর্ট অনুসারে, Lava Agni 2 5G প্রায় ২০,০০০ টাকায় লঞ্চ করা হবে। অফিসিয়াল পোস্টারে, ফোনটিকে একটি চকচকে নীল-সবুজ রঙে দেখা যাচ্ছে। বর্তমানে, এটি নিশ্চিত করা হয়েছে যে ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৮ GB RAM এবং ২৫৬ GB স্টোরেজ-সহ পাওয়া যাবে। এই ফোনটি Android 13 সফ্টওয়্যারের সঙ্গে আসতে পারে।
advertisement
Lava Agni 2 5G ফোনের ক্যামেরা –
Lava Agni 2 5G ফোনের কিছু ছবি আগেই ফাঁস হয়েছিল, যার মধ্যে দেখা গিয়েছিল কোয়াড ক্যামেরা ইউনিট এবং মাঝখানে একটি বড় ক্যামেরা। প্রচারমূলক ছবিতেও দেখা যাচ্ছে এই ইউনিটকে। এই মডিউলে একটি LED আলোও থাকতে পারে। আশা করা হচ্ছে যে, এর প্রাথমিক পিছনের ক্যামেরাটি ৫০ MP হবে এবং সামনে একটি ১৬ MP ক্যামেরা পাওয়া যাবে।
advertisement
একটি রিপোর্ট অনুসারে, ফোনটিতে ১২০ Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৫ ইঞ্চি HD+ (১৬০০ x ৯০০) AMOLED ডিসপ্লে থাকতে পারে। সঙ্গে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবেও বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে ৪৪ W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ mAh ব্যাটারি থাকবে। কিন্তু, আসল ফিচার জানতে গ্রাহকদের লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 11:47 AM IST