এবার অ্যাপ চালু JioMart-এর, দুর্দান্ত ডিসকাউন্টে জিনিসপত্র কিনুন এখানেই

Last Updated:

দেশের বিভিন্ন শহরে JioMart.com পরিষেবা দিচ্ছে ৷ প্রতিনিয়তই থাকে প্রচুর অফার ৷

#কলকাতা: JioMart অ্যাপও এবার এসে গেল গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে ৷ রিলায়েন্সের এই অনলাইন গ্রসারি প্ল্যাটফর্ম খুব অল্প দিনেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ অনলাইনে জিও মার্টের ওয়েবসাইটে গিয়ে গ্রাহকরা এর আগে জিনিসপত্র কিনতে পারলেও কোনও অ্যাপ ছিল না ৷ এবার তাই গ্রাহকদের সুবিধার জন্যই অ্যাপ লঞ্চ করল সংস্থা ৷
প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে জিও মার্ট অ্যাপ লঞ্চ হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই ১০ লক্ষ ডাউনলোড হয়ে গিয়েছে ৷ এর মাধ্যমেই বোঝা সম্ভব যে এটি কতটা জনপ্রিয় ৷ জিও মার্টের অ্যাপ লঞ্চ হওয়ায় এখন জিনিসপত্র কেনা আরও সহজ ৷ যদি কেউ এর আগে জিও মার্টের ওয়েবসাইট থেকে কিছু জিনিস কিনেছেন ৷ তাহলে অ্যাপটিতে লগ ইন করলেই গ্রাহকরা তাদের পুরনো অর্ডার এবং কার্ট আইটেমগুলি দেখতে পারবেন ৷
advertisement
দেশের বিভিন্ন শহরে JioMart.com পরিষেবা দিচ্ছে ৷ প্রতিনিয়তই থাকে প্রচুর অফার ৷ বাজারের থেকে অনেক বেশি ডিসকাউন্টে জিনিসপত্র কেনা যায় জিও মার্টে ৷ সেই অফার চলতে থাকে প্রায় সবসময়েই ৷ মুদি সামগ্রীর পাশাপাশি পার্সোনাল কেয়ার প্রডাক্ট, বাড়ির ও রান্নাঘরের সামগ্রী, পূজার জিনিস, জুতো, বেবি কেয়ার প্রডাক্ট- কী নেই এই ই-কমার্স প্ল্যাটফর্মে ৷ সবচেয়ে কম, অন্তত ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যায় প্রত্যেক জিনিসেই ৷ নেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট কার্ডের পাশাপাশি সোডেক্সো মিল কুপন দিয়েও জিনিসপত্র কেনা সম্ভব জিওমার্টে ৷
advertisement
advertisement
Welcome to official JioMart Customer Support Account | Download the JioMart App: https://bit.ly/JioMart_AndroidApp | http://bit.ly/JioMart_iOS_App
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার অ্যাপ চালু JioMart-এর, দুর্দান্ত ডিসকাউন্টে জিনিসপত্র কিনুন এখানেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement