ফের তিন মাসের ‘ফ্রি’ ডেটা পরিষেবা নিয়ে আসছে জিও
Last Updated:
বিনামূল্যে ডেটা পরিষেবার পর এবার ফ্রি ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসতে চলেছে জিও ৷
#মুম্বই: একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷ লঞ্চ হওয়ার পর থেকেই এককের পর এক আর্কষণীয় অফার নিয়ে এসে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে রিল্যায়েন্স জিও ৷ তবে এখানেই থেমে থাকতে চাই না জিও ৷ ফের গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এসে শিরোনামে জিও ৷
বিনামূল্যে ডেটা পরিষেবার পর এবার ফ্রি ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসতে চলেছে জিও ৷ খুব শীঘ্রই ফ্রি ব্রডব্যান্ড পরিষেবা ‘জিও ফাইবার’ লঞ্চ করতে চলেছে রিল্যায়েন্স জিও ইনফোকম ৷ এই পরিষেবায় ন্যূনতম ১০০mbps ডেটা স্পিডের সুযোগ পাবেন গ্রাহকরা ৷ গ্রাহকদের আল্ট্রা ফাস্ট ইন্টারনেট কানেকশন মানুষের কাছে পৌঁছে দেওয়া মুকেশ আম্বানির সংস্থার লক্ষ্য ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, পরীক্ষামূলক পরিষেবার পর চলতি বছরের জুন মাসে বাণিজ্যিকভাবে বাজারে আসছে ‘Jio Fiber’ পরিষেবা।
advertisement
জানা গিয়েছে, প্রথমে ট্রায়ালে পাঁচটি শহর-জামনগর, নয়াদিল্লি, মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদে এই পরিষেবা চালু করা হয়েছে ৷ জুন মাসে এই ‘Jio Fibre' প্রিভিউ পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার ৷ এতে বিনামূল্যে পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা ৷ জিও ‘হোম ব্রডব্যান্ড’ বা ‘ফাইবার টু হোম’ ফ্রি অফার দিয়ে নতুন গ্রাহকদের সংস্থার সঙ্গে যুক্ত করতে চাইছে। তিন মাস ফ্রি পরিষেবা দেওয়ার পর লাগু হবে নয়া ট্যারিফ। তিন মাস পর থেকে ৫০০ টাকায় মিলবে ৬০০ জিবি ডেটা ৷ বা নিজের দরকার মতো সেরা অফারটা বেছে নিতে পারবে গ্রাহকরা ৷
advertisement
advertisement
পাওয়া যাবে ১০০ mbps ডেটা স্পিড ৷ ২০০০ টাকায় মিলবে ১০০০ জিবি ডেটা ৷
Location :
First Published :
May 11, 2017 10:02 AM IST