জিও সিম ব্যবহার করেন ? তাহলে জেনে রাখুন এই Codes গুলি

Last Updated:

বিনামূল্যে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পেতে আপনিও কী ব্যবহার করেন জিও ৪জি সিম ? তাহলে আপনারও জিও সংক্রান্ত কয়েকটি বিষয় জেনে রাখা উচিৎ ৷

#নয়াদিল্লি: বিনামূল্যে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পেতে আপনিও কী ব্যবহার করেন জিও ৪জি সিম ? তাহলে আপনারও জিও সংক্রান্ত কয়েকটি বিষয় জেনে রাখা উচিৎ ৷ এতে আপনারই উপকার হবে ৷ এখন হয়তো আপনার প্রয়োজন না মনেও হতে পারে ৷ কিন্তু জিও-র ওয়েলকম অফার শেষ হওয়ার পর এই তথ্যগুলি ছাড়া আপনি জিও ব্যহার করতে অসুবিধায় পড়বেন ৷ ৩১ ডিসেম্বরের পর থেকে সমস্ত প্রি পেড গ্রাহকদের এই কোডসগুলো জানা খুব দরকারি ৷
জিও-র পরিষেবা উফভোগ করতে এই কোডসগুলো জানা খুবই জরুরি ৷ যারা প্রি পেড সিম ব্যবহার করছেন তাদের কয়েকটি USSD কোড জেনে রাখা দরকার ৷ এর সাহায্যে আপানার ফোনের ব্যালেন্স ছাড়াও জিও সম্বন্ধে বাকি তথ্য জানতে পারা যাবে ৷
- নিজের জিও নম্বর জানতে ডায়েল করুন *1#
advertisement
- মোবাইলের ব্যালেন্স জানতে চাইলে USSD কোড *333# ডায়েল করুন
advertisement
- ব্যালেন্স ও ভেলিডিটি জাননে ডায়েল করুন BAL টাইপ করে 199 এ এসএমএস পাঠান
- আউটস্ট্যান্ডিং বিল অ্যামাউন্ট জানতে BILL টাইপ করে 199 এ এসএমএস পাঠান
-সাবস্ক্রাইব প্ল্যানের জন্য MY PLAN টাইপ করে 199 এ এসএমএস পাঠান
-মেন ব্যালেন্স জানতে MBAL টাইপ করে 55333 এ এসএমএস পাঠান
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও সিম ব্যবহার করেন ? তাহলে জেনে রাখুন এই Codes গুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement