JIO-তে মিলবে প্রতি সেকেন্ডে ১ জিবি ইন্টারনেট স্পিড

Last Updated:

ফের জিও-র ধামাকা ৷ লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷

#মুম্বই: ফের জিও-র ধামাকা ৷ লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ গত কয়েক মাসে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের দুনিয়া সম্পূর্ণ বদলে গিয়েছে ৷ এবার ফোর জি ইন্টারনেট স্পিডে সবাইকে টেক্কা দিতে চলেছে জিও ৷
আগামী দিনে আরও উন্নত হতে চলেছে জিও-এর পরিষেবা ৷ এখন জিও ফোর জি গ্রাহকরা প্রতি সেকেন্ডে ১০০ Mbps স্পিড উপভোগ করেন ৷ কিন্তু অদূর ভবিষ্যতে প্রতি সেকেন্ডে ১ জিবি অর্থাৎ এক গিগাবাইট ইন্টারনেট স্পিড দেবে জিও ৷ অর্থাৎ মাত্র কয়েক মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আস্ত একটা সিনেমা ৷
ইন্টারনেট পরিবেশনকারী ফাইবারের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই দুর্দান্ত ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছে জিও ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই মুম্বই এবং পুনেতে এই ফাইবার-ট্যু দ্য হোম টেকনোলজি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে ৷ ধাপে ধাপে গোটা ভারতবর্ষেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে ৷
advertisement
advertisement
জিও-এর ফোর জি ইন্টারনেটের পরিষেবায় আপ্লুত গ্রাহকরা ৷ আপাতত ৩১ মার্চ অবধি জিও-র সমস্ত পরিষেবা ফ্রি ৷  নেটওয়ার্ক পরিষেবা আরও উন্নত করতে ও সিগন্যালের ক্ষমতা বাড়ানোর জন্য এবার ৩০ হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরিকল্পনা করছে রিল্যায়েন্স জিও ইনফোকম ৷ এর জন্য তারা ৬০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ৷
advertisement
ইতিমধ্যেই লঞ্চ করার সময় ১.৭১ কোটি টাকা ইনভেস্ট করেছিল রিল্যায়েন্স ৷ এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা প্রায় ৭২.৪ মিলিয়ন ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
JIO-তে মিলবে প্রতি সেকেন্ডে ১ জিবি ইন্টারনেট স্পিড
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement