Jio and NVIDIA: NVIDIA-র সঙ্গে হাত মিলিয়ে এআই ক্লাউড পরিকাঠামো বানাবে জিও, কাজ করবে সব ক্ষেত্রে
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Jio and NVIDIA: দেশের গবেষক, ডেভেলপার, স্টার্টআপ উদ্যোক্তা, বিজ্ঞানী, এআই অনুশীলনকারী এবং অন্যান্যরা এই দ্রুত গতির কম্পিউটিং এবং উচ্চ গতির নিরাপদ ক্লাউড পরিকাঠামো ব্যবহার করতে পারবেন, যাতে চরম দক্ষতার সঙ্গে কিন্তু নিরাপদে কাজ করা যায়।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় ভারতের অবস্থান মজবুত করতে শুক্রবার জিও প্ল্যাটফর্ম লিমিটেড NVIDIA-এর সঙ্গে যৌথ ভাবে অত্যাধুনিক ক্লাউড ভিত্তিক এআই পরিকাঠামো তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
দেশের গবেষক, ডেভেলপার, স্টার্টআপ উদ্যোক্তা, বিজ্ঞানী, এআই অনুশীলনকারী এবং অন্যান্যরা এই দ্রুত গতির কম্পিউটিং এবং উচ্চ গতির নিরাপদ ক্লাউড পরিকাঠামো ব্যবহার করতে পারবেন, যাতে চরম দক্ষতার সঙ্গে কিন্তু নিরাপদে কাজ করা যায়।
advertisement
নতুন পরিকাঠামো দেশের মূল উদ্যোগগুলি এবং বিস্তৃত পরিসরে এআই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাবে। যার মধ্যে এআই চ্যাটবট, ওষুধ, আবিষ্কার, জলবায়ু গবেষণা এবং আরও অনেক কিছু রয়েছে।
advertisement
সহযোগিতার অংশ হিসেবে, NVIDIA জিও-কে সিপিইউ, জিপিইউ, নেটওয়ার্কিং, এবং এআই অপারেটিং সিস্টেম এবং সবচেয়ে উন্নত এআই মডেল তৈরির জন্য ফ্রেমওয়ার্ক সহ এন্ড-টু-এন্ড এআই সুপার কম্পিউটার প্রযুক্তি প্রদান করবে। অন্য দিকে, জিও এআই ক্লাউড পরিকাঠামো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কাজ করবে। গ্রাহকদের অ্যাক্সেস এবং অন্যান্য কাজ দেখভাল করবে।
অংশীদারিত্ব নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, ‘ভারত ডেটা প্রসারের থেকে ধীরে ধীরে প্রযুক্তি পরিকাঠামো তৈরির দিকে ঝুঁকছে। NVIDIA-র সঙ্গে আমরা সেই কাজেই অগ্রসর হব। অনুঘটক যেমন কোনও বিক্রিয়ায় গতি এনে দেয়, দেশের ডিজিটাল হয়ে ওঠার পদক্ষেপে জিও ঠিক সেটাই করেছিলে। NVIDIA-র সঙ্গে অংশীদারিত্বে আমরা আনন্দিত। একসঙ্গে কাজের জন্য মুখিয়ে আছি’।
advertisement
রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি বলছেন, ‘জিওতে অত্যাধুনিক প্রযুক্তি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। NVIDIA-র সঙ্গে অংশীদারিত্ব সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা একসঙ্গে উন্নয়নের কাজ করব। উন্নত এআই পরিকাঠামো তৈরিই আমাদের লক্ষ্য যা সুরক্ষিত, টেকসই এবং দেশের অনন্য সুযোগগুলির সঙ্গে প্রাসঙ্গিক হবে। এই অত্যাধুনিক প্ল্যাটফর্ম স্বাস্থ্যসেবা, শিক্ষা থেকে ব্যবসা, বিভিন্ন সেক্টর জুড়ে এআই চালিত উদ্ভাবনে গতি আনতে অনুঘটকের কাজ করবে’।
advertisement
‘আমরা ভারতে অত্যাধুনিক এআই ভিত্তিক সুপার কম্পিউটার তৈরির জন্য রিলায়েন্সের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত’, বলেছেন NVIDIA-র প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তাঁর কথায়, ‘ভারতে স্কেল, ডেটা এবং প্রতিভা রয়েছে। সবচেয়ে উন্নত এআই কম্পিউটিং পরিকাঠামোর সাহায্যে, রিলায়েন্স নিজস্ব বৃহৎ ভাষার মডেল তৈরি করতে পারে যা ভারতের জনগণের জন্য ভারতে তৈরি এআই অ্যাপ্লিকেশনের বিকাশে সাহায্য করবে’।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 11:17 AM IST

