জিও-র ডবল ডেটা অফার, ৩০৯ টাকায় মিলবে ৪৪৮ জিবি ডেটা

Last Updated:

জিও গ্রাহকদের জন্য ফের সুখবর ৷ এবার ডবল ডেটা অফার নিয়ে এসেছে রিল্যায়েন্স জিও ৷

#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই এককের পর এক আর্কষণীয় অফার নিয়ে এসে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে রিল্যায়েন্স জিও ৷ একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷ এই মুহূর্তে জিও-র গ্রাহক সংখ্যা প্রায় ৭২ মিলিয়নের কাছাকাছি ৷
জিও গ্রাহকদের জন্য ফের সুখবর ৷ এবার ডবল ডেটা অফার নিয়ে এসেছে রিল্যায়েন্স জিও ৷ এবার মোবাইল ফোনের সঙ্গেও মিলবে 'জিও ধামাকা'র সুযোগ। নতুন এই অফারে স্যামসংয়ের মোবাইল কিনলে গ্রাহকরা পেয়ে যাবেন ডবল ডেটা ৷ এই অফারের জন্য স্যামসংয়ের সঙ্গে হাত মিলিয়েছে জিও ৷ স্যামসং গ্যালাক্সি এস এইট (Galaxy S8) এবং স্যামসং গ্যালাক্সি এস এইট প্লাস (Galaxy S8 Plus), এই দুটি স্মার্ট ফোন কিনলেই রিল্যায়েন্সের ডবল ডেটা পেয়ে যাবেন  ব্যবহারকারীরা ৷
advertisement
এই প্ল্যানে ৩০৯ টাকার মাসিক রিচার্জ করালেই ৮ মাসের বৈধতায় ৪৪৮ জিবি ফোর জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবে গ্রাহকরা ৷ অথার্ৎ দিনে ২জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন তারা ৷ এর মানে জিও ধন ধনা ধন অপারে যে পরিষেবা তার ডবল পেতে পারবেন আপনি যদি স্যামসংয়ের এই মোবাইল কেনেন ৷
advertisement
advertisement
স্যামসং গ্যালাক্সি এস এইট (Galaxy S8) এবং স্যামসং গ্যালাক্সি এস এইট প্লাস (Galaxy S8 Plus) যারা কিনবেন তাদের জিও প্রাইম মেম্বরশিপের উপভোক্তা হতে হবে এই পরিষেবা পেতে ৷
৫মে থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে গ্যালাক্সি এস এইট এবং স্যামসুং গ্যালাক্সি এস এইট প্লাস। এখন থেকেই অনলাইনে বুকিং শুরু হয়ে গিয়েছে ৷
advertisement
লঞ্চ করার সময় জিও নিয়ে এক গুচ্ছ অফারের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি ৷ সঙ্গে আশ্বাসও দিয়েছিলেন যে আগামী দিনেও আরও বেশি আকর্ষণীয় অফার থাকবে গ্রাহকদের জন্যে ৷ নিজের প্রতিশ্রুতি রেখেই একের পর এক চমক নিয়ে এসেছেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷ আগামী দিনে আর কী সুবিধা নিয়ে আসছে সংস্থা সে দিকেই তাকিয়ে কোটি কোটি জিও গ্রাহক ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-র ডবল ডেটা অফার, ৩০৯ টাকায় মিলবে ৪৪৮ জিবি ডেটা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement