জিও ফোনের গ্রাহকদের জন্য দীপাবলির উপহার, মাত্র ৭৫ টাকায় মিলবে একাধিক সুবিধা
Last Updated:
৭৫টাকা প্ল্যানে জিও থেকে জিও কথা বলতে খরচ লাগবে না। অন্য সংস্থার নেটওয়ার্কে ৫০০ মিনিট কথা বলা ছাড়াও ৩ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে।
#মুম্বই: অল ইন ওয়ান প্ল্যানের পর এবার জিও ফোনের গ্রাহকদের জন্য দীপাবলির উপহার।
জিও অল ইন ওয়ান প্ল্যান বাজারে আনল রিলায়েন্স জিও। নতুন প্ল্যানগুলোর খরচ ৭৫টাকা থেকে। সংস্থার দাবি, এই প্ল্যানে সবচেয়ে কম খরচে সব ধরণের ফোনে কথা বলা ও নেট পরিষেবা ব্যবহারের সুযোগ মিলবে।
৭৫টাকা প্ল্যানে জিও থেকে জিও কথা বলতে খরচ লাগবে না। অন্য সংস্থার নেটওয়ার্কে ৫০০ মিনিট কথা বলা ছাড়াও ৩ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে। ১২৫, ১৫৫ ও ১৮৫ টাকাতেও জিও অল-ইন-ওয়ান প্ল্যান কেনা যাবে। সব প্ল্যানই ২৮ দিনের জন্য ব্যবহার করা যাবে।
advertisement
advertisement
জিও-র অফার
৭৫ টাকা - ৩ জিবি ডেটা ও ৫০০ মিনিট ভয়েস কল
১২৫ টাকা ১৪ জিবি ডেটা ও ৫০০ মিনিট ভয়েস কল
১৫৫টাকা ২৮ জিবি ডেটা ও ৫০০ মিনিট ভয়েস কল
১৮৫ টাকা ৫৬ জিবি ডেটা ও ৫০০ মিনিট ভয়েস কল
Location :
First Published :
October 25, 2019 9:50 PM IST