২০২৫ সালেও কি প্রাসঙ্গিক VPN? এই তিনটি কারণ বিবেচনা করে দেখতে পারেন

Last Updated:

এই অ্যানোনিমিটি আসলে নিরাপত্তা এবং গোপনীয়তা প্রদান করে। তবে এর কিছু অসুবিধাও রয়েছে। অন্যদিকে কোভিড-১৯ পরবর্তী রিমোট ওয়ার্কের বাড়বাড়ন্তের কারণে প্রায় সকলের কাছে প্রয়োজন হয়ে উঠেছে VPN। 

২০২৫ সালেও কি প্রাসঙ্গিক VPN? এই তিনটি কারণ বিবেচনা করে দেখতে পারেন
২০২৫ সালেও কি প্রাসঙ্গিক VPN? এই তিনটি কারণ বিবেচনা করে দেখতে পারেন
Virtual Private Network (VPN)-এ ওয়েব সার্ফিং করা অনেকটা মুখোশ পরে পার্টিতে ঢোকার মতো বিষয়। নিজের সত্যিকারের পরিচয় না সামনে এনেই অবাধে ওয়েব এক্সপ্লোর করা যায়। এই অ্যানোনিমিটি আসলে নিরাপত্তা এবং গোপনীয়তা প্রদান করে। তবে এর কিছু অসুবিধাও রয়েছে। অন্যদিকে কোভিড-১৯ পরবর্তী রিমোট ওয়ার্কের বাড়বাড়ন্তের কারণে প্রায় সকলের কাছে প্রয়োজন হয়ে উঠেছে VPN।
VPN কী এবং তা কীভাবে কাজ করে?
প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারীকে একটি Internet Protocol (IP) অ্যাড্রেস ব্যবহার করে শনাক্ত করা হয়, যা সংখ্যার একটি অনন্য সমন্বয়। বড় প্রযুক্তিবিদরা অনলাইন কার্যকলাপ ট্র্যাক করার জন্য ব্যবহার করে থাকেন এটি। VPN অথবা Virtual Private Network সাধারণত ব্যবহারকারীর নেটিভ IP অ্যাড্রেসকে একটি ডায়নামিক IP দিয়ে ঢেকে সেই পরিচয় গোপন করে।
advertisement
advertisement
এক-এক দেশের জন্য নির্দিষ্ট থাকে এই IP অ্যাড্রেস। আর এর থেকে সঠিক লোকেশন জেনে ফেলা সম্ভব। সেই কারণে ব্যবহারকারী যদি বিদেশে ভ্রমণ করেন, তাহলে তাঁদের কিছু প্রিয় অ্যাপ কাজ করা বন্ধ করে দিতে পারে, বিশেষ করে ব্যাঙ্কিং অ্যাপগুলি। IP অ্যাড্রেস বুঝিয়ে দেয় যে, ব্যবহারকারী অন্য দেশে রয়েছেন।
advertisement
বেশিরভাগ VPN পরিষেবা প্রদানকারীরা নেটওয়ার্ক এনক্রিপশন প্রদান করে। যা VPN প্রোভাইডারদের কাছ থেকেও ব্যবহারকারীর পরিচয় সুরক্ষিত রাখে। কিছু VPN অ্যাপ আবার ব্যবহারকারীর গোপনীয়তা এবং নিরাপত্তা সুবিধা প্রোমোট করার গুরুত্বপূর্ণ ফিচার। যাঁরা কাফে কিংবা বিমানবন্দরের পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করেন, তাঁদের অনলাইন অ্যাক্টিভিটি সুরক্ষিত করার জন্য নিরাপত্তার অতিরিক্ত আস্তরণ প্রদান করে VPN।
advertisement
VPN কি ফ্রি অথবা এর জন্য টাকা দিতে হয়?
কিছু কিছু VPN ফ্রি এবং অ্যাড-সাপোর্টেড। অন্যান্য VPN-এর অবশ্য পেইড সাবস্ক্রিপশন প্রয়োজন। যা বেশি ফিচার এবং ক্ষমতা প্রদান করে। প্রিমিয়াম VPN-এর মাধ্যমে ব্যবহারকারীরা দেশ পরিবর্তন করতে পারেন। এটি হায়ার ডেটা ব্যান্ডউইডথ প্রদান করে এবং ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতাও প্রদান করে। বেস্ট-রেটেড ভিপিএন সার্ভিসগুলির মধ্যে কয়েকটি হল ExpressVPN, NordVPN, ProtonVPN, Surfshark VPN এবং TunnelBear।
advertisement
নির্দিষ্ট দেশের কন্টেন্ট বিনামূল্যে আনলক করা
Netflix এবং Prime Video-র মতো ওটিটি প্ল্যাটফর্মগুলি ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন কন্টেন্ট প্রদান করে। তাই পেইড সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও ভারতে বেশ কিছু শো দেখতে পান না গ্রাহকরা। যখন কেউ আমেরিকায় যান, তখন ভারতে প্রাপ্ত ওয়েব সিরিজের অ্যাক্সেস পাবেন না গ্রাহকরা। আর এই ওয়েবসাইট অ্যাক্সেস করার ক্ষেত্রে সহায়ক হবে VPN।
advertisement
২০২৫ সালেও কি বাধ্যতামূলক VPN?
না, একেবারেই নয়। যাঁরা নিয়মিত ভাবে ইন্টারনেট ব্যবহার করেন, একটি VPN উল্লেখযোগ্য সুবিধা প্রদান করতে পারে না। নির্দিষ্ট ওয়েবসাইট কিংবা পরিষেবা অ্যাক্সেস করার সময় যদি ব্যবহারকারী নিজের পরিচয় সুরক্ষিত করতে চান, তাহলে সেক্ষেত্রে VPN উপযোগী হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২০২৫ সালেও কি প্রাসঙ্গিক VPN? এই তিনটি কারণ বিবেচনা করে দেখতে পারেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement