iPhone Vs Android: আইফোনকে টেক্কা দিতে পারে এই ৩ অ্যান্ড্রয়েড স্মার্টফোন! দামেও সস্তা!

Last Updated:

iPhone Vs Android: সাধারণত আইফোনকে অ্যান্ড্রয়েডের তুলনায় শক্তিশালী এবং নির্ভরযোগ্য মনে করা হয়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই তিন ফোন চমকে দেবে!

Smartphones: স্মার্টফোনের জগত দুটি শিবিরে বিভক্ত। অ্যান্ড্রয়েড ও আইওএস। অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা বিপুল। সাধারণ মানুষের নাগালের মধ্যে। অন্য দিকে, আইওএস-এর রয়েছে কাল্ট স্ট্যাটাস। এখন কোনটা ভাল, এই নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। তবে গড় স্মার্টফোন ব্যবহারকারীরা এই দ্বন্দ্বের মধ্যে পড়তে চান না। তাঁরা সস্তায় এমন ডিভাইস চান যা দীর্ঘদিন চলবে।
দ্বন্দ্ব যখন শুরু হয়েছে তখন শেষ দেখা যাক। সাধারণত আইফোনকে অ্যান্ড্রয়েডের তুলনায় শক্তিশালী এবং নির্ভরযোগ্য মনে করা হয়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। সমসাময়িক অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি স্পেসিফিকেশনের ক্ষেত্রে আইফোনের থেকে অনেক এগিয়ে। সেটা রিফ্রেশ রেট হোক কিংবা ডিসপ্লে বা দ্রুত চার্জিং।
আইফোন ইউজারদের সাধারণত অ্যাপল ইকোসিস্টেমের মধ্যে থাকতে হয়। iMessage, FaceTime এবং iCloud-এর জন্য কোম্পানির পরিষেবার উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। অ্যান্ড্রয়েডে এই ঝামেলা নেই। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মই অত্যন্ত স্মার্ট, দ্রুত এবং দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন। ইউজাররা এই ডিভাইস থেকে কী চান, সেটাই আসল পার্থক্য। দু’দিকেই সুবিধা এবং অসুবিধা রয়েছে। স্মার্টফোনের জগতে আইফোন আজও ‘গোল্ড স্ট্যান্ডার্ড’। বিশেষ করে হাই এন্ড রেঞ্জে।
advertisement
advertisement
ক্যামেরা পারফরম্যান্স, ওএস নির্ভরযোগ্যতা এবং সামগ্রিক বিচারে আইফোনকে টক্কর দিতে পারে, এমন কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে রয়েছে। বাস্তবতা এটাই। আইফোনের বিকল্প হিসেবে এগুলো ব্যবহার করা যায়।
Samsung Galaxy S24 Ultra: আইফোনকে টেক্কা দিতে পারে Samsung Galaxy S24 Ultra। এতে ২০০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল 5x অপটিক্যাল জুম ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল 3x অপটিক্যাল জুম-সহ বর্তমানে স্মার্টফোনগুলির মধ্যে সেরা ক্যামেরা রয়েছে এতে। রয়েছে এআই।
advertisement
OnePlus Open: দ্বিতীয় ফোন হল OnePlus Open। ফোল্ডেবল, হালকা এবং স্লিম। শক্তিশালী ট্রিপল লেন্স হ্যাসেলব্লাড ক্যামেরা সেট আপ রয়েছে যা অন্ধকারেও প্রাণবন্ত ছবি তুলতে পারে।
Pixel 8 Pro: Google-এর নিজস্ব Tensor G3 চিপ দিয়ে তৈরি এই ইন-হাউস ডিভাইস বিশুদ্ধ অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা – সবই চিত্তাকর্ষক স্পেসিফিকেশন নিয়ে হাজির। এআই-এর উপর সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone Vs Android: আইফোনকে টেক্কা দিতে পারে এই ৩ অ্যান্ড্রয়েড স্মার্টফোন! দামেও সস্তা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement