নতুন iPhone 15 কিনেছেন! কীভাবে করবেন ডেটা ট্রান্সফার? রইল খুঁটিনাটি

Last Updated:

যাঁরা iPhone ব্যবহার করেন তাঁদের প্রথমেই নিজের সমস্ত ডেটা iCloud Backup-এ রেখে দিতে হবে। এজন্য প্রথমে যেতে হবে Settings-এ। তারপর iCloud Backup-এ।

নতুন iPhone 15 কিনেছেন! কীভাবে করবেন ডেটা ট্রান্সফার? রইল খুঁটিনাটি
নতুন iPhone 15 কিনেছেন! কীভাবে করবেন ডেটা ট্রান্সফার? রইল খুঁটিনাটি
গত মাসেই লঞ্চ করেছে iPhone 15। অনেকেই হাতে পেয়েছেন। অনেকে রয়েছেন অপেক্ষায়। ৭৯,৯৯০ টাকা থেকে শুরু হচ্ছে Apple-এর নতুন এই গ্যাজেট। সবচেয়ে বেশি ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা দামে পাওয়া যাচ্ছে iPhone 15 Pro। কিন্তু ঘটনা হল, একবার এই ফোন কিনে নিলেও আগের ফোন থেকে সমস্ত ডেটা ট্রান্সফার করা বেশ ঝক্কির কাজ।
আজকাল ফোনের মধ্যেই থাকে যাবতীয় জরুরি তথ্য, তা সে ছবি হোক, টেক্সট মেসেজ হোক বা ফাইল। মোবাইল বদল করলে সেগুলি নতুন মোবাইলে নিয়ে যাওয়া খুব জরুরি। আর এখানেই সমস্যায় ফেলে iPhone। কী ভাবে করা যাবে এই কাজ, দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
advertisement
১. যাঁরা iPhone ব্যবহার করেন তাঁদের প্রথমেই নিজের সমস্ত ডেটা iCloud Backup-এ রেখে দিতে হবে। এজন্য প্রথমে যেতে হবে Settings-এ। তারপর iCloud Backup-এ। সেখানে গিয়ে ব্যাকআপ করা হয়ে গেলেই অর্ধেক কাজ শেষ। এবার iPhone 15-এ গিয়ে নিজের Apple অ্যাকাউন্টে সাইন ইন করলেই সমস্ত ডেটা পাওয়া যাবে কয়েক মিনিটে।
২. পুরনো iPhone থেকে নতুন iPhone 15-এ সরাসরি WiFi-এর মাধ্যমেও এই কাজটি করা যেতে পারে। তবে কত বড় বড় ফাইল ট্রান্সফার হচ্ছে তার উপর নির্ভর করছে কতক্ষণ লাগবে।
advertisement
৩. এছাড়া নিজের Mac-এও ডেটা সংরক্ষণ করে রাখা যায়। iPhone-এ ব্যাকআপ করার সময়ই Other Options থেকে এটি করা যেতে পারে। সেক্ষেত্রে Mac-এর সঙ্গে iPhone-টি প্লাগ-ইন করে রাখা প্রয়োজন।
Android থেকে iPhone 15-এ—
যাঁরা Android থেকে সরাসরি iPhone 15-এ ডেটা ট্রান্সফার করতে চান তাঁরা—
১. প্রথমেই নতুন iPhone 15-এর কাছে পুরনো Android ফোনটিকে নিয়ে আসতে হবে।
advertisement
২. এবার Quick Strat স্ক্রিন ‘অন’ করতে হবে। তারপর Set Up Manually-তে ট্যাপ করতে হবে।
৩. Apps & Data স্ক্রিন-এ গিয়ে ‘Move Data from Android’ বেছে নিতে হবে।
৪. এদিকে Android ডিভাইসটিতে ডাউনলোড করে রাখতে হবে Move to iOS app।
৫. সেই অ্যাপটিতে সেটিং আপ হয়ে গেলে একটি ৬ সংখ্যার কোড আসবে যেটি iPhone-এ দিতে হবে।
advertisement
৬. কিছুক্ষণের মধ্যেই সমস্ত ডেটা iPhone-এ চলে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নতুন iPhone 15 কিনেছেন! কীভাবে করবেন ডেটা ট্রান্সফার? রইল খুঁটিনাটি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement