Intex-এর দীপাবলি ধামাকা, আরও কম দামে মিলবে স্মার্টফোন
Last Updated:
দীপাবলি উপলক্ষে শুক্রবার বাজারে দুটি নতুন স্মার্টফোন- অ্যাকোয়া ৫.৫ ভিআর ও অ্যাকোয়া ক্রেজ II লঞ্চ করল ইনটেক্স
#মুম্বই: দীপাবলি উপলক্ষে শুক্রবার বাজারে দুটি নতুন স্মার্টফোন- অ্যাকোয়া ৫.৫ ভিআর ও অ্যাকোয়া ক্রেজ II - লঞ্চ করল ইনটেক্স ৷ অ্যাকোয়া ৫.৫ ভিআর- এর মূল্য ৫,০৯৯ টাকা ৷ অন্যদিকে অ্যাকোয়া ক্রেজ II-এর দাম রাখা হয়েছে ৫,৯৯০ টাকা ৷
অ্যাকোয়া ৫.৫ ভিআর মডেলে রয়েছে ৫.৫ এইচডি ডিসপ্লে ৷ রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা দুটোই ৫ মেগাপিক্সেল ৷ এই হ্যান্ডসেটে রয়েছে ৬৪ বিট কোয়াড কোর মিডিয়াটেক প্রোসেসর ৷ পাশাপাশি রয়েছে ১ জিবি র্যাম ও ৩২ জিবি এক্সপ্যান্ডেবল মেমরি ৷ রয়েছে মার্শমেলো ৬.০ অপারেটিং সিস্টেম ৷
অ্যাকোয়া ক্রেজ II মডেলেটিতেও রয়েছে মার্শমেলো ৬.০ অপারেটিং সিস্টেম, রয়েছে ১ জিবি র্যাম ও ৫ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা ৷
advertisement
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যাপক গবেষণা এবং ব্যবহারকারীদের কাছ থেকে ইনপুটের ভিত্তিতে অ্যাকোয়া ৫.৫ ভিআর ও অ্যাকোয়া ক্রেজ II মডেল দুটি তৈরি করেছে ৷
১৯ অক্টোবর থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে দুটি ফোন ৷
view commentsLocation :
First Published :
October 15, 2016 12:23 PM IST