Water Purufier: এত সস্তায় পানীয় জলের ফিল্টার! জেলায় হইচই ফেলে দিল এই 'আশ্চর্য জিনিস'

Last Updated:

Water Filter- কোচবিহারের এক ব্যক্তি সম্পূর্ণ নিজের উদ্যোগে তৈরি করলেন এক'f ওয়াটার ফিল্টার ও পিউরিফায়ার। এটি অবাক করছে সকলকে। দামও খুব কম এটির।

+
ওয়াটার

ওয়াটার ফিল্টার হাতে ব্যক্তি

তুফানগঞ্জ: কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা এলাকার এক ব্যক্তি সম্পূর্ণ নিজের উদ্যোগে তৈরি করলেন এক ওয়াটার ফিল্টার ও পিউরিফায়ার। এটি অবাক করছে সকলকে। একেবারে সামান্য খরচে এবং স্বল্প জিনিস দিয়েই তিনি তৈরি করছেন এটি। তবে এর ক্ষমতা দেখলে অবাক হতে হবে সকলকে।
যে কোনও কলের আয়রন-যুক্ত নোংরা জল মুহূর্তে পরিষ্কার করছে এটি। যে জল পানের অযোগ্য তা-ও মুহূর্তে পান করার যোগ্য করে তুলছে এটি। তবে এই ফিল্টার ও পিউরিফায়ার চালাতে কোনও বিদ্যুৎ খরচ হচ্ছে না।
আরও পড়ুন- বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির আর জেলায় সীমাবদ্ধ নয়!পোস্ট অফিসের পদক্ষেপে ছড়িয়ে পড়ল সর্বত্র
ওয়াটার ফিল্টার ও পিউরিফায়ারে প্রস্তুতকারী বিভূতিভূষণ চক্রবর্তী জানান, অনেক আগেই তাঁর মাথায় এসেছিল এই চিন্তা। তবে সময় তো লাগে একটা জিনিসকে তৈরি করতে। তাই তাঁর এতদিন সময় লাগল। যদিও এই ফিল্টার ও পিউরিফায়ারে বেশি খরচ হয় না। একেবারে স্বল্প মূল্যের মধ্যেই এটি তৈরি হয়। এটির দাম ১০০ টাকার নিচেই রাখা সম্ভব। এতে সকল শ্রেণীর মানুষ এই ফিল্টার ও পিউরিফায়ার কিনতে পারবেন। রানিং ওয়াটার বা স্টক ওয়াটার দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
advertisement
advertisement
তিনি আরও জানান, রানিং ওয়াটারের ক্ষেত্রেই শুধু স্প্রিড কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। তবে নোংরা, পান করার অযোগ্য জল এই যন্ত্রের সাহায্যে মুহূর্তে পানের যোগ্য করে হচ্ছে। আগামীতে সরকারি বা বেসরকারি সাহায্য পেলে অবশ্যই তিনি এটি বাজারজাত করবেন।
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, “এই ফিল্টারের জল টেস্ট করতে হবে। তবেই বিষয়টি আরও ভালভাবে বোঝা যাবে যে এটি কতটা পিউরিফাই করছে নোংরা জলকে। তবে সাধারণ ভাবে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে বিষয়টি বেশ ভালই মনে হচ্ছে।
advertisement
বর্তমান সময়ে বাজারে একাধিক উন্নত মানের ফিল্টার ও পিউরিফায়ার দেখতে পাওয়া যায়। তবে সেগুলির দাম অনেকটা বেশি থাকার ফলে বেশ কিছুটা সমস্যা হয় বহু মানুষের কেনার ক্ষেত্রে। এই ফিল্টার ও পিউরিফায়ারে সেই অসুবিধা থাকবে না এটুকু নিশ্চিত। তাই বহু মানুষ এই ফিল্টার ও পিউরিফায়ার ব্যবহার করতে পারবেন।
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Water Purufier: এত সস্তায় পানীয় জলের ফিল্টার! জেলায় হইচই ফেলে দিল এই 'আশ্চর্য জিনিস'
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement