Insurance: বিমা করা নেই, এমন কোনও ব্যক্তির পথ দুর্ঘটনায় মৃত্যু হলে ক্ষতিপূরণ পায় পরিবার? জেনে নিন

Last Updated:

Insurance: ১৯৮৮ সালের Motor Vehicles Act-এর আওতায় এই ধরনের পরিবারগুলি অবশ্যই ক্ষতিপূরণ পেতে পারেন। বিমা না থাকলেও এটি আর্থিক সহায়তার জন্য একটি আইনি পথ প্রদান করে।

News18
News18
কলকাতা: অনেক সময় পথ দুর্ঘটনায় পরিবারের একমাত্র সদস্যের প্রাণহানি হয়। এদিকে যদি সেই ব্যক্তির নামে কোনও বিমা বা ইনস্যুরেন্স না করা থাকে, তাহলে আর্থিক সহায়তার প্রশ্ন স্বাভাবিক ভাবে উঠতেই পারে। ১৯৮৮ সালের Motor Vehicles Act-এর আওতায় এই ধরনের পরিবারগুলি অবশ্যই ক্ষতিপূরণ পেতে পারেন। বিমা না থাকলেও এটি আর্থিক সহায়তার জন্য একটি আইনি পথ প্রদান করে।
১৯৮৮ সালের Motor Vehicles Act আবার পথ দুর্ঘটনায় মৃত এবং তাঁর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করার একটি আইনি ফ্রেমওয়ার্ক দিয়ে থাকে। এই আইনে দুটি গুরুত্বপূর্ণ বিধান রয়েছে — ১৬৩এ ধারা এবং ১৬৬ ধারা — যা ক্ষতিপূরণ দাবির সঙ্গে যুক্ত
Motor Vehicles Act -এর ১৬৩এ ধারায় পথ দুর্ঘটনায় মৃতের পরিবার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য তাঁদের কার দোষ ছিল, সেটা প্রমাণ করার প্রয়োজন পড়বে না। এমনকী দুর্ঘটনা কী কারণে হয়েছে কিংবা কীভাবে ঘটেছে, তা অস্পষ্ট থাকলেও ক্ষতিপূরণ দেওয়া হবে। এটাকে নো-ফল্ট ক্লেম বলা হয়। যা পরিবারগুলির জন্য খুবই সুবিধাজনক। কারণ অনেক সময় দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা মুশকিল হয়।
advertisement
advertisement
যদি মৃত ব্যক্তির কোনও পার্সোনাল ইনস্যুরেন্স না-ও থাকে, তা সত্ত্বেও তাঁর পরিবার ক্ষতিপূরণ পেতে সক্ষম হবেন। ভারতে সমস্ত গাড়ির মালিকদের থার্ড পার্টি ইনস্যুরেন্স থাকা বাধ্যতামূলক। এর ফলে যদি তাঁদের গাড়ি কোনও ব্যক্তির আঘাত কিংবা মৃত্যুর জন্য দায়ী হয়, তাহলে বিমা সংস্থা আহত বা মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ থাকবে। সে মৃতের কোনও বিমা কভারেজ থাকুক বা না থাকুক, তাঁর পরিবার এই ক্ষতিপূরণ পাবে।
advertisement
গাড়ি চাপা দিয়ে হত্যা করে পালানো বা হিট অ্যান্ড রানের ঘটনার ক্ষেত্রে কী হবে?
বহু সময় দুর্ঘটনা ঘটিয়ে ভয়ে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেক্ষেত্রে গাড়ি অথবা চালকের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায় না। এই ঘটনাকে হিট-অ্যান্ড-রান কেস বলা হয়। এই পরিস্থিতিতে মৃত বা আহত ব্যক্তির পরিবার কোনও বিমা সংস্থা বা কোনও ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে না। কারণ দোষীকে শনাক্ত করা যায় না।
advertisement
এই সমস্যার জন্য ২০২২ সালে সরকারের তরফে Motor Vehicles Accident Fund তৈরি করা হয়েছে। এই স্কিমের আওতায় হিট-অ্যান্ড-রানের ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের হাতে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। কেউ যদি গুরুতর ভাবে আহত হন, তাহলে তিনি ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পান।
আইনজীবী ছাড়াই কি ক্ষতিপূরণ দাবি করা সম্ভব?
advertisement
ক্ষতিপূরণ দাবি করার জন্য কোনও আইনজীবী নিয়োগ করতেই হবে, তার কোনও মানে নেই। ভারতে রয়েছে বিশেষ আদালত। যার নাম Motor Accident Claims Tribunals (MACT)। যারা পথ দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণের দিকটা সামলায়। তাই ক্লেম করার জন্য সরাসরি MACT-র দ্বারস্থ হতে পারেন আক্রান্তের পরিবার। যে জেলায় দুর্ঘটনা ঘটেছে অথবা যেখানে পরিবারটির বাস, সেখানেই এই ক্লেম পেশ করা যায়।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Insurance: বিমা করা নেই, এমন কোনও ব্যক্তির পথ দুর্ঘটনায় মৃত্যু হলে ক্ষতিপূরণ পায় পরিবার? জেনে নিন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement