নেট কানেকশন ছাড়াই Gmail ব্যবহার করা যাবে! কীভাবে? শিখে নিন সহজ পদ্ধতি
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আসলে Google-এর তরফেই এই অফলাইন জিমেল সেটিংস চালু করা হয়েছে।
Gmail: গুগলের ফ্রি ইমেল পরিষেবা হল Gmail। যা বিপুল স্টোরেজ এবং সার্চ ফিচারের সুবিধা প্রদান করে থাকে। এর পাশাপাশি ব্যবহারকারীরা মেল পাঠানো কিংবা মেল পাওয়া, ব্লক স্প্যাম-সহ একাধিক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। সাধারণত Gmail ব্যবহার করার জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, অফলাইন মোডেও Gmail ব্যবহার করা সম্ভব। আসলে Google-এর তরফেই এই অফলাইন জিমেল সেটিংস চালু করা হয়েছে। এনেবল করা হলে এই মোডে সাম্প্রতিকতম সমস্ত ইমেল ৯০ দিনের মধ্যে স্বয়ংক্রিয় ভাবে সিংক করা যাবে।
ইন্টারনেটে কানেকশন ছাড়াই Gmail ব্যবহারের সঠিক উপায়:
১. নিজের ইনবক্স থেকে Gmail Offline Settings-এ যেতে হবে।
advertisement
২. Enable Offline Mailbox করার বিকল্প সন্ধান করতে হবে।
৩. কত দিনের মেসেজ সিংক করতে চাইছেন, সেটা বেছে নিতে হবে।
৪. অফলাইন সেটিংস প্রয়োগ করার জন্য Save Changes অপশনে ক্লিক করতে হবে।
অফলাইন Gmail ব্যবহার করার উপায় ধাপে ধাপে উল্লেখ করা হল:
advertisement
ধাপ ১: নিজের ইনবক্স থেকে Gmail Offline Settings-এ যেতে হবে।
ধাপ ২: নিজের পার্সোনাল কম্পিউটার থেকে Gmail খুলতে হবে।
ধাপ ৩: Gmail box-এর উপরের ডান দিকের কোণে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে।
ধাপ ৪: সেটিংস আইকনে সমস্ত সেটিংস দেখার একটা অপশন থাকে। তাতে ক্লিক করতে হবে।
ধাপ ৫: সি অল সেটিংসে উপস্থিত অফলাইন ট্যাবে ক্লিক করতে হবে।
advertisement
ধাপ ৬: অফলাইন ট্যাবে এনেবল করার একটা অপশন পাওয়া যাবে। সেটা এনেবল করতে হবে। Offline Gmail ব্যবহার করতে হবে। এনেবল করার পরে সেভ চেঞ্জেস বাই দ্য ইউজার অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৭: Saving Offline Data or Not সিলেক্ট করে সেভ চেঞ্জেস বাই দ্য ইউজার অপশনে ক্লিক করতে হবে।
advertisement
অফলাইন ব্যবহার করার জন্য Gmail বুকমার্ক করা আবশ্যক:
ইমেল দেখার জন্য অফলাইন ব্যবহারকারীরা নিজেদের ইনবক্স বুকমার্ক করতে পারেন। অফলাইন ব্যবহারের জন্য Gmail বুকমার্ক করার পদ্ধতিগুলি নিম্নোক্ত:
ধাপ ১: Gmail ইনবক্স খুলতে হবে।
ধাপ ২: অ্যাড্রেস বারের একেবারে উপরের ডান দিকের Star Icon-এ ক্লিক করতে হবে। এবার mail.google.com খুলতে হবে। অথবা ইন্টারনেট কানেকশন ছাড়াই Gmail Offline-এর জন্য ক্রোমে তৈরি বুকমার্কড ইউজার-এ ক্লিক করতে হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2024 9:53 PM IST