সাধের স্মার্টফোন হারিয়ে গিয়েছে? ভয় নেই, খুঁজে বের করতে পারবেন 'এভাবে'
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smartphone- স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি গেলেও খুঁজে বের করার উপায় রয়েছে। ইউজার তাঁর গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ল্যাপটপ বা পিসি থেকে হারানো ফোন খুঁজে বের করতে পারেন।
কলকাতা: সকালে ঘুম থেকে উঠে যদি কেউ দেখেন, সাধের স্মার্টফোনটি নেই, তাহলে কী হবে? হাহাকার পড়ে যাবে। কত গুরুত্বপূর্ণ তথ্য, ছবি ছিল। ব্যাঙ্কিং ডিটেইলস পর্যন্ত। সব হাতছাড়া। যেন পৃথিবী শূন্য হয়ে গিয়েছে।
তবে হতাশ হওয়ার কিছু নেই। স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি গেলেও খুঁজে বের করার উপায় রয়েছে। ইউজার তাঁর গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ল্যাপটপ বা পিসি থেকে হারানো ফোন খুঁজে বের করতে পারেন।
ফাইন্ড মাই ডিভাইস: গুগল প্লে স্টোরে রয়েছে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অ্যাপ। সেটা ইনস্টল করতে হবে। কিংবা google.com/android/find-এ একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে লগ ইন করতে হবে ইউজারকে।
advertisement
advertisement
আরও পড়ুন- ভারতে Realme P2 Pro 5G আসছে কবে? কত দাম, ফিচার কেমন? জেনে নিন
লোকেট ইওর ডিভাইস: লগ ইন করার পর একটি তালিকা আসবে ইউজারের স্ক্রিনে। সেখান থেকে হারিয়ে যাওয়া ডিভাইসটি বেছে নিতে হবে। এবার নেভিগেশন অ্যাপে ডিভাইস এই মুহূর্তে কোথায় রয়েছে দেখতে ‘গেট ডিরেকশন’-এ ক্লিক করতে হবে।
advertisement
স্মার্টফোনে যদি লোকেশন চালু থাকে তাহলে এই মুহূর্তে তা কোথায় রয়েছে সেই তথ্য মানচিত্রের সঙ্গে স্ক্রিনে চলে আসবে। লোকেশন সেটিং বন্ধ থাকলেও প্লে সাউন্ড বাটন ট্যাপ করে ফোন খুঁজে বের করা যায়।
অ্যাক্টিভেট অ্যালার্ট: প্লে সাউন্ড বাটন ট্যাপ করলেই ফোনে জোরে শব্দ হবে। ফোন যদি কাছাকাছি থাকে তাহলে শব্দ ধরে খুঁজে বের করা যাবে সহজেই। ডেটা সুরক্ষিত রাখতে ডিভাইস লক করেও দিতে পারেন ইউজার।
advertisement
আরও পড়ুন- বলুন তো ওয়াইফাই ও হটস্পটের মধ্যে পার্থক্য কী? ৯৯%শতাংশই ভুল উত্তর দিয়েছেন
ডিভাইসের তথ্য: আইএমইআই নম্বর খুঁজে বের করতে হবে। এর জন্য ডিভাইসের নামের পাশে গিয়ার আইকনে ট্যাপ করতে হবে ইউজারকে। এখান থেকে ফ্যাক্টরি রিসেট করা যায়। তাহলে ডিভাইসের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। তবে হ্যাঁ, ফ্যাক্টরি রিসেট করার পর ইউজার আর তাঁর ফোন ট্র্যাক করতে পারবেন না।
advertisement
ডিভাইসের কানেক্টিভিটি: ‘ফাইন্ড মাই ডিভাইস’ অ্যাপের মাধ্যমে স্মার্টফোন খুঁজতে হলে ইন্টারনেট কানেকশন অন করে রাখতে হবে। যে সব ডিভাইসে ই-সিম রয়েছে সেগুলিতে সাধারণত ইন্টারনেট কানেকশন থাকে যদি না ব্যাটারি শেষ হয়ে যায় কিংবা ডিভাইস কেউ পাওয়ার অফ করে না দেয়।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 11, 2024 8:27 PM IST