Instagram: ইনস্টাগ্রামে নয়া ফিচার! শুধু ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই কীভাবে শেয়ার করবেন পোস্ট? জেনে নিন
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Instagram: ইনস্টাগ্রাম আরও একটি নতুন ফিচার যোগ করেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা যে কোনও পোস্ট বা রিল খুব সীমিত সংখ্যক মানুষের সঙ্গে শেয়ার করার সুযোগ পাবেন।
ইনস্টাগ্রাম গত কয়েক বছর ধরে ক্রমাগত নিজেকে পরিবর্তন করে চলেছে। বিভিন্ন সময় বিভিন্ন ফিচার ব্যবহারকারীদের কাছে উপলব্ধ করিয়ে ইনস্টাগ্রাম ক্রমাগত সোশ্যাল মিডিয়ার লিস্টে পছন্দের তালিকায় উঠে এসেছে। এবারে ইনস্টাগ্রাম আরও একটি নতুন ফিচার যোগ করেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা যে কোনও পোস্ট বা রিল খুব সীমিত সংখ্যক মানুষের সঙ্গে শেয়ার করার সুযোগ পাবেন।
এই জায়গায় এসে প্রশ্ন ওঠে নয়া এই ফিচারের প্রয়োজনীয়তা নিয়ে। সত্যি বলতে কী, যাঁদের আমরা পছন্দ করি না, তাঁদের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাখার প্রশ্নই ওঠে না। কিন্তু যাঁরা রয়েছেন, তাঁদের সবার সঙ্গেও সব পোস্ট আমরা ভাগ করে নিতে চাই, এমনটাও নয়। ফলে, ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই কিছু ভাগ করে নেওয়ার মতো একটা ফিচারের দরকার ইনস্টাগ্রামে অনেক দিন ধরেই ছিল। এবার সেই অভাব মিটল বলা যায়।
advertisement
advertisement
যাঁরা এই নতুন ফিচারটি ব্যবহার করতে চান তাঁদের সবার প্রথমে দেখতে হবে যে তাঁদের অ্যাকাউন্টে এই ফিচারটি উপলব্ধ রয়েছে কি না। এর জন্য ব্যবহারকারীদের নিম্নলিখিত কয়েকটি ধাপ মেনে চলতে হবে-
advertisement
এই ফিচারটি ব্যবহার করার জন্য সবার প্রথমে ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্টটিকে আপডেট করে নিতে হবে।
এর পরে একটি সীমিত সংখ্যার বন্ধু বা পরিচিতদের তালিকা তৈরি করতে হবে। ইনস্টাগ্রাম লিস্টের সাজেশন ছাড়াও এতে অন্যান্য বন্ধুদেরও যোগ করা যেতে পারে।
এবারে একটি নতুন রিল বা পোস্ট তৈরি করতে হবে।
এবারে ব্যবহারকারীদের নির্বাচিত অডিয়েন্স নির্বাচন করতে হবে।
advertisement
কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে সেই পোস্ট, ব্যস।
তবে এই বন্ধুদের তালিকাটি যা-ই শেয়ার করা হোক না কেন, বিভিন্ন ক্ষেত্রে একই থাকবে। ইনস্টাগ্রাম এখনও পর্যন্ত আলাদা ভাবে অন্য পোস্ট বা রিলের জন্য আলাদা আলাদা তালিকা তৈরির কোনও ফিচার আনেনি। যদিও এই ফিচার এসে যাওয়ার পরে এবার আশা করা যাচ্ছে ভবিষ্যতে খুব শীঘ্রই এমন তালিকা তৈরির সম্ভাবনা রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 1:45 PM IST