iPhone passcode: পাসকোড ব্যবহার করতে সাবধান! iPhone ব্যবহারকারীরা মাথায় রাখুন এই দিকগুলি

Last Updated:

সেক্ষেত্রে দামি মোবাইলটি যেমন খোয়া যাচ্ছে, তারই সঙ্গে খোয়া যাচ্ছে আরও অনেক বেশি মূল্যবান তথ্য, ব্যাঙ্কের বিশদ, সোশ্যাল মিডিয়া— সবই।

মুম্বই: iPhone চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। সারা বিশ্ব জুড়েই এমন ঘটনার কথা প্রকাশ্যে আসছে। সেক্ষেত্রে Apple-এর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কাজ করলেও তাকে বুড়ো আঙুল দেখানোর মতো প্রযুক্তিও কম নেই। কম নয় মানুষের তৈরি করা কৌশলও।
সেক্ষেত্রে দামি মোবাইলটি যেমন খোয়া যাচ্ছে, তারই সঙ্গে খোয়া যাচ্ছে আরও অনেক বেশি মূল্যবান তথ্য, ব্যাঙ্কের বিশদ, সোশ্যাল মিডিয়া— সবই। কারণ আজকাল সকলেই এই বিষয়ে স্মার্টফোনটির উপর বেশি নির্ভরশীল। iPhone-এ সাধারণত ৪ সংখ্যার পাসকোড ব্যবহার করেন সকলে। কিন্তু এই পাসকোড ক্র্যাক করে ফেলা জালিয়াতদের কাছে কোনও সমস্যাই নয়। তার ফলে ডিভাইসটির নিরাপত্তা লঙ্ঘিত হয় খুব সহজে।
advertisement
advertisement
তাই বারবার সতর্ক করা হচ্ছে ব্যবহারকারীদের, যাতে তাঁরা খুব সতর্ক ভাবে পাসকোড ব্যবহার করেন। শুধু তাই নয়, তাঁরা কোথায় কখন পাসকোড ব্যবহার করে ফোন খুলছেন তার দিকেও নজর রাখতে বলা হয়েছে। সব থেকে ভাল হয় যদি, এই ৪ সংখ্যার পাসকোড বদলে কোনও জটিল iPhone লক করে নেওয়া যায়। তাতে ফোন চুরি হলেও তথ্য হারানোর আশঙ্কা কমবে।
advertisement
আরও পড়ুন WhatsApp ব্যবহার হবে আরও সহজ, পাঁচটি গুরুত্বপূর্ণ ফিচার শিখে নিন ঝটপট
iPhone-এ কম্প্লিকেটেড পাসওয়ার্ড তৈরি করা খুব কঠিন কিছু নয়। কীভাবে করতে হবে দেখে নেওয়া যাক—
-প্রথমে নিজের ফোনের Settings-এ গিয়ে Face ID & Password-এ যেতে হবে।
-তারপর Change Password।
-সেখানে নিজের পুরনো পাসওয়ার্ড দিতে হবে। তারপরেই নতুন পাসওয়ার্ড তৈরি করা যাবে। এরপর Passcode অপশনে গিয়ে Custom Alphanumeric Code নির্বাচন করতে হবে।
advertisement
-এতে ব্যবহারকারী অক্ষর, সংখ্যা, স্পেশ্যাল ক্যারেক্টার (যেমন @,#,&,! প্রভৃতি) ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ৬ থেকে ১০টি ক্যারেক্টার হতে হবে।
-এছাড়া, ফোন নিরাপদে রাখার আর একটি উপায় অবশ্যই FaceID বা TouchID ব্যবহার করা। যদি একান্তই ৪ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, তাহলে নিজেকেই সজাগ থাকতে হবে। যখনই ফোন খোলা হবে তখন যেন আশপাশে অচেনা কেউ না থাকে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone passcode: পাসকোড ব্যবহার করতে সাবধান! iPhone ব্যবহারকারীরা মাথায় রাখুন এই দিকগুলি
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement