আপনার ফেসবুক সুরক্ষিত আছে তো ? জেনে নিন এই উপায়ে

Last Updated:

একটু সতর্ক থাকলেই খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলকে রাখতে পারেন সুরক্ষিত ৷

#কলকাতা: ফেসবুক প্রোফাইল সুরক্ষিত থাকছে না অনেকেরই ৷ বিভিন্ন সময় অ্যাকাউন্ট ‘হ্যাক’ হওয়ার ঘটনা ঘটছে ৷ তবে একটু সতর্ক থাকলেই খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলকে রাখতে পারেন সুরক্ষিত ৷ কীভাবে ? নিচে লেখা উপায় গুলোকে মেনে চলুন ৷
১) এমন কোনও অ্যাপ, যা আপনার কাছে পরিচিত নয় ৷ সেই অ্যাপগুলো ডিলিট করুন আপনার ফেসবুক প্রোফাইল থেকে ৷
২) ফেসবুকে আসা কোনওরকম গেম, যা কিনা একেবারেই ফেসবুকের নিজস্ব নয়, তা একেবারেই খেলা থেকে নিজেকে দূরে রাখুন ৷ অজানা কোনও লিঙ্কে ক্লিক করবেন না !
advertisement
৩) ফেসবুকে আপনার কোনও বন্ধুর সঙ্গে কোনও অ্যাপ শেয়ার করে থাকলে, আজই তা ডিলিট করুন ৷ এর জন্য আপনাকে ক্লিক করতে হবে ফেসবুকের সেটিংস বটনে ৷ তারপর অ্যাপ আদার ইউজ-এ গিয়ে ডিলিট করুন ৷
advertisement
৪) একদমই চেনেন না, এরকম কোনও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না ৷
৫) ফেসবুকের প্রত্যেকটি অপশনকে প্রাইভেট করে ফেলুন ৷
৬) ফেসবুক ডেটা ডাউনলোড করুন। এ জন্য যে কোনও ফেসবুক পেজের ডানদিকে একদম ওপরে গিয়ে সেটিংস সিলেক্ট করুন। জেনারেল অ্যাকাউন্ট সেটিংসের নিচে রয়েছে ‘ডাউনলোড আ কপি অফ ইওর ফেসবুক ডেটা’। তাতে ক্লিক করুন। এবার ক্লিক করুন ‘স্টার্ট মাই আর্কাইভ’-S।
advertisement
৭) কোনও ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে ভাল করে তাঁর প্রোফাইল ঘেঁটে দেখে নিন ৷ খুব কম ছবি বা খুব কম ডিটেলস থাকলে সেই প্রোফাইলকে এড়িয়ে চলাই ভাল ৷ পাশাপাশি প্রোফাইল পিকচার অন্য কারোর কী না, তা যাচাই করাও খুব একটা কঠিন কাজ নয় ৷ প্রোফাইলের বাকী ছবিগুলি একবার দেখলেই তা বোঝা সম্ভব ৷ এর পাশাপাশি প্রোফাইলটি খুব নতুন হলেও সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে দু’বার ভাবুন ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আপনার ফেসবুক সুরক্ষিত আছে তো ? জেনে নিন এই উপায়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement