Instagram গ্রুপ থেকে বের হতে চান? দেখে নিন ধাপে ধাপে কী করতে হবে
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
দেখে নেওয়া যাক ধাপে ধাপে Instagram গ্রুপ থেকে বের হতে চাইলে কী করতে হবে।
Instagram গ্রুপ থেকে বেরিয়ে যেতে চান? অনেকের কাছেই Instagram গ্রুপ বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। গ্রুপ ছাড়ার কারণ যাই হোক, এই কাজ করার আগে শুধু কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে Instagram গ্রুপ ছাড়ার আগে-
১. Instagram গ্রুপ থেকে বের হয়ে গেলে সেই গ্রুপের পরে আসা কোনও মেসেজ তো পাওয়া যাবেই না, এটা ঠিকই আছে, সেই জন্যই তো Instagram গ্রুপ ছাড়া, তবে কি না, আগের মেসেজগুলোরও আর অ্যাক্সেস থাকবে না। এটা মাথায় রাখা দরকার। প্রয়োজনে আগেরদরকারি মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এক্ষেত্রে।
২. ভাল ব্যাপার এই যে কেউ যদি তাঁর Instagram গ্রুপ থেকে বের হয়ে যান, গ্রুপের বাকি সদস্যরা তা জানতেও পারবেন না- গোপন কথাটি রবে গোপনেই। ফলে, ভদ্রতাবোধের খাতিরে কারও যদি দ্বিধা থাকে, তা ঝেড়ে ফেলে এগোনোই যায়।
advertisement
advertisement
৩. তবে হ্যাঁ, যিনি Instagram গ্রুপ ক্রিয়েট করেছেন তিনি গ্রুপ ছাড়তে চাইলে বাকিরাও আপনাআপনি ডিলিট হয়ে যাবেন। অতএব, অ্যাডমিন হলে সকলকে প্রস্তুতির সুযোগ দেওয়া ভাল।
ব্যস, আর কী, এবার দেখে নেওয়া যাক ধাপে ধাপে Instagram গ্রুপ থেকে বের হতে চাইলে কী করতে হবে।
advertisement
সবার প্রথমে আসা যাক মোবাইল অ্যাপের কথায়, এক্ষেত্রে-
– Instagram খুলে ডানদিকের উপরে মেসেজ আইকনে ক্লিক করতে হবে।
– যে গ্রুপ চ্যাট থেকে বের হওয়া দরকার, তাতে ট্যাপ করতে হবে।
– উপরের প্রোফাইল পিকচার বা গ্রুপ নেম-এ ট্যাপ করতে হবে।
– নিচে স্ক্রল করে লিভ চ্যাট-এ ট্যাপ করতে হবে।
– পপ আপের লিভ-এ ট্যাপ করে বিষয়টা কনফার্ম করলেই হল।
advertisement
আর ল্যাপটপ বা ডেস্কটপ থেকে?
– Instagram.com-এ গিয়ে লগ ইন করতে হবে।
– উপরে মেসেজ আইকনে ক্লিক করতে হবে।
– যে গ্রুপ চ্যাট থেকে বের হওয়া দরকার, তাতে ট্যাপ করতে হবে।
– উপরের গ্রুপ নেম-এ ট্যাপ করতে হবে।
– গ্রুপ নেম-এর ডানদিকে “…” বাটনে ট্যাপ করতে হবে।
– ড্রপডাউন মেনু থেকে লিভ গ্রুপ বেছে নিতে হবে।
advertisement
– পপ আপের লিভ-এ ট্যাপ করে বিষয়টা কনফার্ম করলেই হল।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2024 9:27 PM IST