এই ফোনগুলো কিনলেই জিও ফ্রি !

Last Updated:

ফ্রি কল, ফ্রি নেট ৷ মোবাইল পরিষেবায় জিও-র বিপ্লব ৷ আর এই বিপ্লবকে আরও জোরদার করতে, মোবইল বাজারে রিলায়েন্সের

#কলকাতা: ফ্রি কল, ফ্রি নেট ৷ মোবাইল পরিষেবায় জিও-র বিপ্লব ৷ আর এই বিপ্লবকে আরও জোরদার করতে, মোবইল বাজারে রিলায়েন্সের মোবাইল ফোন লাইফ ৷ অন্যান্য মোবাইল ফোনে যেখানে পরের বছর থেকেই জিওর পরিষেবায় থাকছে না ছাড়, তেমনি জিও-র স্মার্টফোন ‘লাইফ’-এ গোটা এক বছর ধরে চলবে জিও ফ্রিতেই ! এব্যাপারে লাইফের মোট ১০ ধরনের স্মার্টফোনকে তালিকায় রাখা হয়েছে। এই ১০টি ফোনের কোনও একটি ফোন কিনলেই পাওয়া যাবে জিও-র একবছরের পরিষেবা একদম বিনামূল্যে। দেখে নিন কোন কোন লাইফ ফোনে মিলবে এই সুবিধা!
১) রিলায়েন্স লাইফ এ ১, মূল্য ১৩,৩৯৯ টাকা
২) রিলায়েন্স লাইফ ওয়াটার ৭, মূল্য ৮,২৪৯ টাকা
advertisement
৩) রিলায়েন্স লাইফ উইন্ড ৪ , মূল্য ৭,৯৯৮ টাকা
৪) রিলায়েন্স লাইফ উইন্ড ৬, মূল্য ৫,১৩০ টাকা
৫) রিলায়েন্স লাইফ উইন্ড ১, মূল্য ৫,৯৮০ টাকা
৬) রিলায়েন্স লাইফ আর্থ ২, মূল্য ১৭,৬৯৯ টাকা
৭) রিলায়েন্স লাইফ ফ্লেম ৮, মূল্য ৪,১৯৯ টাকা
advertisement
৮) রিলায়েন্স লাইফ ওয়াটার ২, মূল্য ৯,৪৯৯ টাকা
৯) রিলায়েন্স লাইফ ওয়াটার ৬, মূল্য ১০,৯৯৯ টাকা
১০) রিলায়েন্স লাইফ ওয়াটার ৫, মূল্য ৫,৩২৬ টাকা
লঞ্চ করার পর থেকেই ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে রিলায়েন্স জিও ৷ বাজারে এসেই শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্সের জিও ৪জি ৷ জিও নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ হাতের মুঠোয় এখন সব সুবিধাকে এক ঝুলিতে ভরে গ্রাহকদের হাতে তুলে দিয়েছে রিলায়েন্স জিও ৷ আম্বানির মাল্টি বিলায়ান ডলার এই প্রজেক্টের যাত্রা শুরু হয়েছিল ৫ সেপ্টেম্বর থেকে ৷ ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত জিও-র ডেটা, ভয়েস, ভিডিও এবং অন্যান্য পরিষেবা একেবারে বিনামূল্যে পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছিল সংস্থার তরফে ৷
advertisement
পরিষেবা শুরু হওয়ার এক মাসের মধ্যে ১.৬ কোটি মানুষকে নিজেদের গ্রাহক বানিয়ে বিশ্বরেকর্ড তৈরি করেছে জিও ৷ এবার তাদের পরিষেবা আরও বিস্তারিত করতে আরেকটি আকর্ষণীয় অফার নিয়ে এল জিও ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এই ফোনগুলো কিনলেই জিও ফ্রি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement