Bike News: রাতে বাইক চালালে রাস্তার কুকুর ধাওয়া করে? বাঁচার সহজ উপায় জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bike News: রাতে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় কুকুরদের ধাওয়া থেকে বাঁচতে পারেন সহজেই।
#কলকাতা: ভারতের বহু মানুষ বাইকে যাতায়াত করেন। অনেকেই রাতেও বাইক চালান। ফলে অনেকেরই নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে, রাতের বেলা বাইক চালালে বেশ কিছু রাস্তায় কুকুরের দল ধাওয়া করে। এক বা একাধিক কুকুর বাইকের পিছনে অনেকটা দূর পর্যন্ত ছুটতে থাকে।
এটা নিশ্চয়ই কোনো না কোনো সময় সেই সব লোকের সঙ্গেই ঘটেছে, যারা কুকুর আছে এমন শান্ত রাস্তায় রাতে বাইক চালায়। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, কীভাবে এটি এড়ানো যায়? বাইক চালানোর সময় কুকুরের ঘেউ ঘেউ করা এবং তাড়া করা এড়ানো যায় খুব সহজেই।
একটি উপায় আছে, যা অবলম্বন করে আপনি আপনার মোটরসাইকেলের পিছনে কুকুরের ঘেউ ঘেউ এবং তাড়া করা আটকাতে পারেন। এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল।
advertisement
advertisement
আরও পড়ুন- ভারতের Bajaj-Tvs-বাইকের রাজত্ব আফ্রিকায়, চিনা কোম্পানির দাপাদাপি বন্ধ
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি যখনই একটু বেশি গতিতে বাইক চালান, তখনই কুকুর ঘেউ ঘেউ করে আপনাকে তাড়া করে। কুকুর আসলে গতিতে থাকা বাইকটাকে ধরতে চায়। কিন্তু, যদি আপনি ঠিক উল্টো কাজটা করেন, তা হলে কী হবে!
আপনি রাস্তায় কুকুর দেখলেই বাইকের গতি কমিয়ে ফেলুন। তার পর কুকুরের পাশ দিয়ে খুব ধীরে চলে যান। তা হলে কুকুরটি ঘেউ ঘেউ করবে না এবং আপনাকে তাড়াও করবে না।
advertisement
প্রয়োজনে মোটরসাইকেল থামিয়ে ধীরে ধীরে ওই পথ থেকে সরে যেতে পারেন। এতে রাস্তার কুকুরগুলো আপনার বাইকের পিছনে ঘেউ ঘেউ করা বন্ধ করবে।
আপনাকে শুধু খেয়াল রাখতে হবে, কুকুর ঘেউ ঘেউ করলে যেন আপনি আতঙ্কিত হয়ে না পড়েন! এক্ষেত্রে মোটরসাইকেল খুব দ্রুত চালানো যাবে না। যদি আপনি এমনটা করতে পারেন, তা হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। আর ধীরে বাইক চালিয়ে গেলে কুকুরগুলি আপনাকে দেখে ছুটেও আসবে না।
advertisement
আরও পড়ুন- ইঞ্জিনে পাখির ধাক্কা! মাঝ আকাশে স্পাইসজেট-এর বিমানে আগুন! বাঁচাল পাইলট-এর বুদ্ধি
আসলে পুরো ব্যাপারটাই মনোস্তাত্ত্বিক। রাস্তার কুকুরগুলি দ্রুত গতিতে থাকা মোটরবাইক দেখলই ছুটে যায়। অনেক সময় কুকুর চেঁচালে আপনি দাঁড়িয়ে পড়লেও কাজ হবে।
Location :
First Published :
June 21, 2022 2:56 PM IST