পৃথিবী কীভাবে ধ্বংস হবে? জানিয়ে দিল AI, ভবিষ্যদ্বাণী মিলে গেলে পরিণাম ভয়ঙ্কর

Last Updated:

AI prediction on earth: কীভাবে ধ্বংস হবে পৃথিবী, চারটি সম্ভাব্য কারণ বলে দিল কৃত্রিম বুদ্ধিমত্তা।

নয়াদিল্লি: পৃথিবী কোটি কোটি বছর ধরে সৃষ্টি হয়েছে। তবে পৃথিবী ধ্বংস হতে নাকি সময় লাগবে না! বিজ্ঞান ও প্রকৃতি, এই দুইয়ের মেলবন্ধনেই ঘুরছে পৃথিবী।
কেউ বিশ্বাস করেন, পৃথিবী ঈশ্বরের সৃষ্টি। আবার কেউ কেউ বলেন, আসলে পুরোটাই বিজ্ঞান ও প্রকৃতির খেলা। প্রতি সেকেন্ডে কিছু না কিছু পরিবর্তন পৃথিবীতে ঘটতে থাকে। অনেক বিজ্ঞানী এই পরিবর্তনগুলি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। তার একটি বিশেষ কারণ রয়েছে।
বিজ্ঞানীদের মতে, মানুষ পৃথিবীর উপর এতটাই অত্যাচার করেছে যে এই গ্রহ শীঘ্রই মানুষের উপর প্রতিশোধ নিতে পারে। পৃথিবী বা প্রকৃতির এই প্রতিশোধ হবে ভয়ঙ্কর।
advertisement
advertisement
প্রতিশোধ নেওয়ার উপায় সম্পর্কে কারও ধারণা নেই। তাই পৃথিবীর প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। কোটি কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসর ছিল। সেই সময়ে আকাশ থেকে উল্কাপাত হওয়ায় ডাইনোসর পুরো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।
আরও পড়ুন- WhatsApp-এই পাওয়া যাবে শপিং-এর মজা! নতুন ফিচার সম্বন্ধে জানেন কি?
একইভাবে পৃথিবী ধ্বংস হতে পারে। অনেক জ্যোতিষী পৃথিবীর ধ্বসের তারিখ উল্লেখ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো ভবিষ্যদ্বাণী সত্যি হতে দেখা যায়নি। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবী কীভাবে ধ্বংস হবে, তার চারটি কারণের ভবিষ্যদ্বাণী করেছে।
advertisement
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ‘বার্ড’ পৃথিবীর ধ্বংসের ব্যাপারে কিছু ভবিষ্যদ্বাণী করেছে। ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে সে কথা। পৃথিবীকে শেষ করতে পারে এমন চারটি উপায়ের কথা বলেছে বার্ড।
এক, পারমাণবিক যুদ্ধের মাধ্যমে পৃথিবী শেষ হতে পারে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণেও পৃথিবী ধ্বংস হতে পারে। উল্কাপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। তৃতীয় কারণ হিসেবে বলা হয়েছে, পৃথিবীর জলবায়ু হঠাৎ করেই বদলে যাবে। এমন আবহাওয়ার পরিবর্তন ঘটবে যে মানুষের পক্ষে পৃথিবীতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে।
advertisement
আরও পড়ুন- পাওয়া যাচ্ছে না সিগন্যাল; তাহলে কি ঘুমেই আচ্ছন্ন বিক্রম ল্যান্ডার-প্রজ্ঞান রোভার
বার্ড চতুর্থ যে কারণটি বলেছে তা অবাক করার মতো।।বার্ড জানিয়েছে, একদিন এআই এত উন্নত হবে যে এটি পৃথিবী থেকে মানুষকে নিশ্চিহ্ন করে দেবে। এ কথা শোনার পর অনেকেই বিস্মিত।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পৃথিবী কীভাবে ধ্বংস হবে? জানিয়ে দিল AI, ভবিষ্যদ্বাণী মিলে গেলে পরিণাম ভয়ঙ্কর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement