এসি বারবার ON,OFF করলে কী হয়? কতক্ষণ চালিয়ে বন্ধ করবেন AC, অনেকেই জানেন না

Last Updated:

Air Conditioner: গরম থেকে বাঁচতে সারাদিন এসির সামনে বসে থাকতে চান অনেকেই। সেই কারণে সারাদিন এয়ার কন্ডিশনার চালু রাখেন অনেকে। কিন্তু এটি আপনার এবং এসি উভয়ের জন্যই বিপদ ডেকে আনতে পারে। অনেকেই জানেন না, কতক্ষণ একনাগাড়ে এসি চালানো যায়!

কলকাতা: এসি-তে যে আরাম পাওয়া যায় তা অবশ্যই কুলার চালালে পাওয়া যায় না। এসির শীতলতা আরাম দেয়। কিন্তু এত গরম এবার পড়েছে যে দিল্লিতে এসিও ঘর ঠান্ডা করতে পারছে না।
তাপপ্রবাহের কারণে এসির কম্প্রেসার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ঘন ঘন এসি-তে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। এসি কম্প্রেসারে আগুন লাগার অনেক কারণ থাকতে পারে।
গরম থেকে বাঁচতে সারাদিন এসির সামনে বসে থাকতে চান অনেকেই। সেই কারণে সারাদিন এয়ার কন্ডিশনার চালু রাখেন অনেকে। কিন্তু এটি আপনার এবং এসি উভয়ের জন্যই বিপদ ডেকে আনতে পারে।
advertisement
advertisement
দীর্ঘক্ষণ এসি চালু রাখলে কম্প্রেসার অতিরিক্ত গরম হওয়ার আশঙ্কা থাকে। তাই এসি বেশিক্ষণ চালু রাখা উচিত নয়। যাদের বাড়িতে এসি আছে, তাদের মধ্যে খুব কম মানুষই জানেন যে কতক্ষণ এসি চালানোর পর তা বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন- এসি বিক্রি হচ্ছে হু হু করে! গরমের জন্য? না, রয়েছে আরও বড় কারণ, ফাঁস তথ্য
একজন এসি বিশেষজ্ঞের মতে, আপনি যদি দীর্ঘ সময় ধরে এসি চালান তবে আপনার মনে রাখা উচিত প্রতি এক থেকে দুই ঘণ্টা অন্তর ৫-৭ মিনিটের জন্য সেটি বন্ধ করা উচিত। এর ফলে এসি কম্প্রেসার দ্রুত গরম হবে না।
advertisement
আপনার কম্প্রেসার খুব পুরানো হয়ে গেলেও অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি রয়েছে। অতিরিক্ত পুরানো এসির কম্প্রেসার গ্রীষ্মকালে অতিরিক্ত গরম হতে পারে। কম্প্রেসারের সময়মতো যত্ন এবং প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কনডেন্সার কয়েল পরিষ্কার করা, ফিল্টার পরিষ্কার করা প্রয়োজেন। কম্প্রেসারের চারপাশে ভাল বায়ুচলাচল থাকলে, ঘর ঠান্ডা করতে এসিকে কম পরিশ্রম করতে হয়। তবে এসি কখনওই বারবার অন-অফ করতে নেই। আপনি টাইমার সেট করে রাখতে পারেন। বারবার অন-অফ করলে এসির জন্য বিদ্যুৎ খরচ বেশি হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এসি বারবার ON,OFF করলে কী হয়? কতক্ষণ চালিয়ে বন্ধ করবেন AC, অনেকেই জানেন না
Next Article
advertisement
RPF: সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
  • বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পূর্ব রেলের আরপিএফ-এর মালদহ ডিভিশন৷ আরপিএফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার হল ৭৯০টি জীবিত কচ্ছপ।

VIEW MORE
advertisement
advertisement