Viral Video: গুগল কতটা জানে আপনার সম্পর্কে? এই ভিডিও দেখলে আপনি চমকে যাবেন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Viral Video: বর্তমান জীবনে প্রায় সকলকেই গুগলে নিজের নাম সেভ করতে হয়, সেভ করতে হয় ফোন নম্বর, ঠিকানা ও অন্যান্য বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের তথ্য৷
দিল্লি: আপনারা সকলেই জানেন, আপনার ফোনের মাধ্যমে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্যই ইন্টারনেটে পৌঁছে যায়৷ অর্থাৎ গুগল আপনার সম্পর্কে অনেককিছুই জানে৷ ২০২১ সালে একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়, সেখানে দেখা যায় গুগলের বেশ কিছু ডার্ক সিক্রেট৷ সেখানে তিনি দেখিয়েছিলেন, কী ভাবে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য গুগলে রয়ে যায়৷ এর পর নতুন করে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ২০২৩ সালে এটি নতুন করে উঠে এসেছে৷
বর্তমান জীবনে প্রায় সকলকেই গুগলে নিজের নাম সেভ করতে হয়, সেভ করতে হয় ফোন নম্বর, ঠিকানা ও অন্যান্য বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের তথ্য৷ আপনি কী কখনও ভেবেছেন, আপনার কথা শুনে, মানে আলোচনা শুনে কেন সেই মতো আপনার জন্য বিজ্ঞাপন দেখায় আপনার ডিভাইস৷ এই টিকটকের ভিডিওটি সেই প্রশ্নেরও জবাব দিয়েছে৷ ইর্গো অ্যান্ডেলা নামে একজন ইউজার ওই ভিডিওতে বলেছেন, কী করে গুগল আপনার তথ্য সংগ্রহ করে৷
advertisement
advertisement
এই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ল্যাপটপে তিনি সার্চ করছেন অ্যাড সেটিং গুগল৷ সেটির সাইন ইন-এ ক্লিক করার পর দেখা যাচ্ছে, আপনার প্রায় প্রতিটি মুহূর্তের খবর, আপনার বয়স, লিঙ্গ, ভাষা, সব জানে৷ এ ছাড়াও আরও অবাক করা জিনিস দেখা যায়, সেখানে দেখা যায় বিভিন্ন বিষয় যেমন কোনও গেজেটস বা অন্য অনেক বিষয়ের আলাদা আলাদা ক্যাটাগরি করে দেওয়া আছে৷ আপনি সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন ম্যানেজ ডেটা ও প্রাইভেসি অপশনে গিয়ে৷
advertisement
ল্যাড বাইবেলের পক্ষ থেকে বলা হয়েছিল, যে ভাবে গুগল সমস্ত তথ্যের নাগাল পেয়েছে, সেটি দেখলে অবাক হতে হয়৷ তবে গুগল এটাও জানিয়েছে, গুগল কখনও আপনার তথ্য কোথাও বিক্রি করে না, আপনাকে প্যারসোনালাইজড তথ্য পৌঁছে দেওয়ার জন্যই তথ্য সংগ্রহ করে, এতে ঝুঁকির কিছু নেই৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 3:08 PM IST