Viral Video: গুগল কতটা জানে আপনার সম্পর্কে? এই ভিডিও দেখলে আপনি চমকে যাবেন

Last Updated:

Viral Video: বর্তমান জীবনে প্রায় সকলকেই গুগলে নিজের নাম সেভ করতে হয়, সেভ করতে হয় ফোন নম্বর, ঠিকানা ও অন্যান্য বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের তথ্য৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দিল্লি: আপনারা সকলেই জানেন, আপনার ফোনের মাধ্যমে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্যই ইন্টারনেটে পৌঁছে যায়৷ অর্থাৎ গুগল আপনার সম্পর্কে অনেককিছুই জানে৷ ২০২১ সালে একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়, সেখানে দেখা যায় গুগলের বেশ কিছু ডার্ক সিক্রেট৷ সেখানে তিনি দেখিয়েছিলেন, কী ভাবে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য গুগলে রয়ে যায়৷ এর পর নতুন করে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ২০২৩ সালে এটি নতুন করে উঠে এসেছে৷
বর্তমান জীবনে প্রায় সকলকেই গুগলে নিজের নাম সেভ করতে হয়, সেভ করতে হয় ফোন নম্বর, ঠিকানা ও অন্যান্য বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের তথ্য৷ আপনি কী কখনও ভেবেছেন, আপনার কথা শুনে, মানে আলোচনা শুনে কেন সেই মতো আপনার জন্য বিজ্ঞাপন দেখায় আপনার ডিভাইস৷ এই টিকটকের ভিডিওটি সেই প্রশ্নেরও জবাব দিয়েছে৷ ইর্গো অ্যান্ডেলা নামে একজন ইউজার ওই ভিডিওতে বলেছেন, কী করে গুগল আপনার তথ্য সংগ্রহ করে৷
advertisement
advertisement
এই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ল্যাপটপে তিনি সার্চ করছেন অ্যাড সেটিং গুগল৷ সেটির সাইন ইন-এ ক্লিক করার পর দেখা যাচ্ছে, আপনার প্রায় প্রতিটি মুহূর্তের খবর, আপনার বয়স, লিঙ্গ, ভাষা, সব জানে৷ এ ছাড়াও আরও অবাক করা জিনিস দেখা যায়, সেখানে দেখা যায় বিভিন্ন বিষয় যেমন কোনও গেজেটস বা অন্য অনেক বিষয়ের আলাদা আলাদা ক্যাটাগরি করে দেওয়া আছে৷ আপনি সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন ম্যানেজ ডেটা ও প্রাইভেসি অপশনে গিয়ে৷
advertisement
ল্যাড বাইবেলের পক্ষ থেকে বলা হয়েছিল, যে ভাবে গুগল সমস্ত তথ্যের নাগাল পেয়েছে, সেটি দেখলে অবাক হতে হয়৷ তবে গুগল এটাও জানিয়েছে, গুগল কখনও আপনার তথ্য কোথাও বিক্রি করে না, আপনাকে প্যারসোনালাইজড তথ্য পৌঁছে দেওয়ার জন্যই তথ্য সংগ্রহ করে, এতে ঝুঁকির কিছু নেই৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Viral Video: গুগল কতটা জানে আপনার সম্পর্কে? এই ভিডিও দেখলে আপনি চমকে যাবেন
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement