ইলেকট্রিক গাড়ি কিনবেন? তার আগে জরুরি তথ্য, সারা দেশে চার্জিং স্টেশনের সংখ্যা শুনে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Suman Majumder
Last Updated:
Ev charging stations in India: প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি চার্জিং স্টেশন (৩০৭৯টি) রয়েছে। তারপরই রয়েছে দিল্লি (১৮৮৬টি)।
কলকাতা: ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ১২,১৪৬টি পাবলিক ইভি চার্জিং স্টেশন চালু রয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভারি শিল্প মন্ত্রকের তরফে জারি করা একটি প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি চার্জিং স্টেশন(৩০৭৯টি) রয়েছে। তারপরই রয়েছে দিল্লি (১৮৮৬টি)।
প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, FAME-II স্কিমের আওতায় ১৪৮টি চার্জিং স্টেশন চালু করা হয়েছে, যার মধ্যে ৫৩টি গুজরাতে, ৩০টি কেরলে। এমএইচআই আরও জানিয়েছে, পাবলিক চার্জিং অবকাঠামো স্থাপনে উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ মন্ত্রক। ভর্তুকিও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- এক টন, ২ টন…! AC-তে এই ‘টন’ শব্দের মানে কী? ঘরের সাইজ অনুযায়ী এসি বাছতে জানুন
বিদ্যুৎ মন্ত্রক ২০২২ সালের জানুয়ারিতে ‘বৈদ্যুতিক যানবাহনের চার্জিং পরিকাঠামো তৈরির নির্দেশিকা ও মানদণ্ড’ জারি করেছিল। ২০২২-এর নভেম্বর এবং ২০২৩-এর এপ্রিলে সেই নির্দেশিকায় কিছু সংশোধনও আনা হয়। এতে বেশ কিছু সুবিধা পান ইভি গাড়ির মালিকরা।
advertisement
advertisement
পাবলিক চার্জিং স্টেশনগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিট পিছু ২.৫০ টাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থাও করেছে বিদ্যুৎ মন্ত্রক। সৌর ও নন-সোলার আওয়ারে ধীরগতির এসি চার্জিংয়ের জন্য প্রতি ইউনিট ৩.৫০ টাকা করে নেওয়া হয়। সৌর এবং নন-সোলার আওয়ারে পিসিএসে ডিসি ফাস্ট চার্জিংয়ের জন্য যথাক্রমে ইউনিট পিছু ১২ টাকা করে চার্জ করা হচ্ছে।
advertisement
প্রেস বিজ্ঞপ্তিতে নীতি আয়োগের তথ্য দিয়ে জানানো হয়, বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য একাধিক পরিকাঠামো দরকার। সেটা নির্ভর করে বিভিন্ন কারণের উপর। যেমন ইভি-র মেকআপ, ব্যবহারের ধরন, ভৌগোলিক অবস্থান, টপোগ্রাফি ইত্যাদি। পাশাপাশি ইভি এবং চার্জিং যন্ত্রপাতির প্রযুক্তিও বড় ভূমিকা রাখে।
আরও পড়ুন- কোন মাপ বা সাইজের টিভি আপনার ঘরের জন্য সঠিক, বুঝবেন কী করে? জানুন সহজ টিপস
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভি-র প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে। তাই দেশের সমস্ত বৈদ্যুতিক যানের চার্জিংয়ের জন্য কত চার্জিং স্টেশন লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। উপরে উল্লিখিত ‘কারণ’গুলির উপরই সবটা নির্ভর করছে। সেটা ২০টা ইভি প্রতি একটি চার্জিং স্টেশন হতে পারে।
advertisement
আবার ১৫০ ইভি পিছু একটা চার্জিং স্টেশনেও কাজ মিটতে পারে। ভারি শিল্প প্রতিমন্ত্রী কৃষণ পাল গুর্জর লোকসভায় একটি লিখিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2024 6:19 PM IST










