E20 পেট্রোল আপনার বাইকের কীভাবে ক্ষতি করতে পারে? কাদের সাবধান হতে হবে? জেনে রাখলে খরচ কমতে পারে অনেকটাই

Last Updated:

E20 Petrol- ভারতে বর্তমানে রাস্তায় চলাচল করা বেশিরভাগ গাড়িতেই E20 ফুয়েল (২০% ইথানল মিশ্রিত পেট্রোল) সাপোর্ট করে না। এই অবস্থায় অনেক গাড়ির মালিক অভিযোগ করছেন, গাড়ির মাইলেজ কমে যাচ্ছে।

News18
News18
কলকাতা : E20 ফুয়েল, যাতে ২০% ইথানল এবং ৮০% পেট্রোল। এটি প্রকৃতির জন্য ভাল। তবে আপনার গাড়ি E20 সাপোর্ট না করলে বড় ধরনের সমস্যা হতে পারে, যা আপনার খরচ বাড়িয়ে দিতে পারে।
ভারতে বর্তমানে রাস্তায় চলাচল করা বেশিরভাগ গাড়িতেই E20 ফুয়েল (২০% ইথানল মিশ্রিত পেট্রোল) সাপোর্ট করে না। এই অবস্থায় অনেক গাড়ির মালিক অভিযোগ করছেন, গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI)-র মতে, পরীক্ষার ভিত্তিতে দেখা গেছে, গাড়ি অনুযায়ী মাইলেজে প্রায় ১ থেকে ৬ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে দীর্ঘমেয়াদে ব্যবহার করার পরও গাড়িতে কোনও বড় ধরনের ক্ষতি সাধারণত লক্ষ্য করা যায় না।
advertisement
সরকার অবশ্য গাড়ির মালিকদের আশ্বস্ত করতে ARAI-এর এই গবেষণার উপর জোর দিচ্ছে। E20 ফুয়েল (২০% ইথানল মিশ্রিত পেট্রোল) অনেক বছর ধরেই ব্যবহৃত হচ্ছে অনেক গাড়িতে। কখনও কোনও বড় সমস্যা দেখা যায়নি।
advertisement
যদিও গাড়ি বা বাইকের মাইলেজ অনেকটাই নির্ভর করে ইঞ্জিনের প্রযুক্তি, চালকের গাড়ি চালানোর স্টাইল ও রাস্তার অবস্থার উপর। তবে অনেকের দাবি, E20 পেট্রোলের কারণে পুরনো গাড়িতে একাধিক যন্ত্রাংশে সমস্যা হতে পারে। ফুয়েল ইনজেক্টর, থ্রটল বডির মতো পার্টস-এ সমস্যা হতে পারে।
advertisement
আরও পড়ুন- ‘আপনি গ্রেট নাকি বুমরাহ?’, এতদিনে মুখ খুললেন ওয়াসিম আক্রম, যে উত্তরটা দিলেন…
বিশেষজ্ঞরা বলছেন, ইথানল জল শোষণ করে, ফলে আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল লাইন এবং ইঞ্জিনের মেটাল অংশগুলোতে জং ধরে যেতে পারে সহজে। আর দীর্ঘদিন ব্যবহারের ফলে ফুয়েল সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। ইথানল রাবার ও প্লাস্টিকের অংশগুলোর ক্ষতি করতে পারে। যেমন গাসকেট, হোস, এবং ফুয়েল লাইন ইত্যাদি। যদিও সরকার এই দাবি মানছে না।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
E20 পেট্রোল আপনার বাইকের কীভাবে ক্ষতি করতে পারে? কাদের সাবধান হতে হবে? জেনে রাখলে খরচ কমতে পারে অনেকটাই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement