Honda-র নতুন উপহার, রাজ্যে CB125 Hornet ও Shine 100 DX নিয়ে আসল সংস্থা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
নতুন হোন্ডা সিবি১২৫ হর্নেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,১২,০০০ টাকা এবং শাইন ১০০ ডিএক্স-এর মূল্য রাখা হয়েছে ৭৫,৯৫০ টাকা। সংস্থাটি ইতিমধ্যেই এই দুই বাইকের জন্য গ্রাহক ডেলিভারির কাজ শুরু করেছে।
কলকাতা: হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) সম্প্রতি কলকাতায় উন্মোচন করল একেবারে নতুন সিবি১২৫ হর্নেট ও শাইন ১০০ ডিএক্স। নতুন হোন্ডা সিবি১২৫ হর্নেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,১২,০০০ টাকা (বিশেষ অফার) এবং শাইন ১০০ ডিএক্স-এর মূল্য রাখা হয়েছে ৭৫,৯৫০ টাকা। সংস্থাটি ইতিমধ্যেই এই দুই বাইকের জন্য গ্রাহক ডেলিভারির কাজ শুরু করেছে।
নতুন প্রজন্মের রাইডারদের লক্ষ্য করে তৈরি সিবি১২৫ হর্নেট, যার স্পোর্টি নকশা ও রোমাঞ্চকর পারফরম্যান্স প্রতিফলিত করছে ‘রাইড ইয়োর রিজ’-এর মন্ত্র। অন্যদিকে শাইন ১০০ ডিএক্স তার ঐতিহ্য বজায় রেখে আরও উন্নত বৈশিষ্ট্য ও প্রিমিয়াম স্টাইলিং নিয়ে হাজির হয়েছে, যা গ্রাহকদের প্রত্যাশাকে সঠিকভাবে পূরণ করছে – ‘সলিড হ্যায়’। গ্রাহকেরা নিকটস্থ হোন্ডার অনুমোদিত ডিলারশিপে গিয়ে এই মোটরসাইকেলগুলি বুক করতে পারবেন।
advertisement
advertisement
হোন্ডা সিবি১২৫ হর্নেট এসেছে আক্রমণাত্মক স্ট্রিট-স্টাইল নকশা নিয়ে এবং এটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। সেগুলি হল – পার্ল সাইরেন ব্লু উইথ লেমন আইস ইয়েলো, পার্ল ইগ্নিয়াস ব্ল্যাক, পার্ল সাইরেন ব্লু উইথ অ্যাথলেটিক ব্লু মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু উইথ স্পোর্টস রেড। এতে রয়েছে সেগমেন্টে প্রথম সোনালি ইউএসডি ফ্রন্ট ফর্ক, সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম এবং ৪.২ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, যা ব্লুটুথ-সক্ষম হোন্ডা রোডসিঙ্ক কানেক্টিভিটির মাধ্যমে সহজেই নেভিগেশন, কল ও এসএমএস অ্যালার্ট ব্যবহারের সুযোগ দেবে।
advertisement
অতিরিক্ত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ইউনিভার্সাল টাইপ-সি চার্জিং পোর্ট এবং সামনে ২৪০ মিমি পেটাল ডিস্ক, যা সিঙ্গেল-চ্যানেল এবিএস-সহ দেওয়া হয়েছে। সিবি১২৫ হর্নেটকে শক্তি জোগাচ্ছে ১২৩.৯৪ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, ফুয়েল-ইনজেক্টেড, ওবিডি২বি মানসম্মত ইঞ্জিন, যা উৎপন্ন করে ৮.২ কিলোওয়াট শক্তি এবং সর্বোচ্চ ১১.২ এনএম টর্ক। এর সঙ্গে জুড়েছে ৫-স্পিড গিয়ারবক্স। মাত্র ৫.৪ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম এই মোটরসাইকেল, যা তার শ্রেণির মধ্যে সবচেয়ে দ্রুত।
advertisement

হোন্ডা শাইন ১০০ ডিএক্স বহন করছে ঐতিহ্যবাহী ‘শাইন’-এর গৌরব, তবে একে দেওয়া হয়েছে নতুন আঙ্গিক ও প্রিমিয়াম নকশা। এতে রয়েছে নতুনভাবে ডিজাইন করা হেডল্যাম্প, যা ক্রোম গার্নিশিং-এ সজ্জিত, চওড়া গড়নের ফুয়েল ট্যাঙ্ক, আকর্ষণীয় বডি গ্রাফিক্স এবং সম্পূর্ণ কালো ইঞ্জিন ও গ্র্যাব রেল, যার সঙ্গে রয়েছে ক্রোম মাফলার কভার। এটি চারটি উজ্জ্বল রঙে উপলব্ধ – পার্ল ইগ্নিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, অ্যাথলেটিক ব্লু মেটালিক এবং জেনি গ্রে মেটালিক।
advertisement
গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শাইন ১০০ ডিএক্স-এ দেওয়া হয়েছে ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে দেখা যাবে রিয়েল-টাইম মাইলেজ, ডিস্ট্যান্স-টু-এম্পটি এবং সার্ভিস রিমাইন্ডার। নতুন শাইন ১০০ ডিএক্স-এর মূল শক্তি জোগায় ৯৮.৯৮ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, ফুয়েল-ইনজেক্টেড, ওবিডি২বি মানসম্মত ইঞ্জিন, যা হোন্ডার বিশ্বস্ত ই-এসপি (এনহান্সড স্মার্ট পাওয়ার) প্রযুক্তিসম্পন্ন। এই ইঞ্জিন উৎপন্ন করে ৫.৪৩ কিলোওয়াট শক্তি এবং সর্বোচ্চ ৮.০৪ এনএম টর্ক, যার সঙ্গে রয়েছে ৪-স্পিড গিয়ারবক্স।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 11:35 AM IST