Realme Holi Sale: Realme স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ধামাকা ডিল এবং ছাড়! দেখে নিন এক ঝলকে

Last Updated:

হোলি সেলের সময়, কোম্পানি তাদের স্মার্টফোনে ধামাকা ছাড় দিতে চলেছে। গ্রাহকরা Realme.com এবং Flipkart থেকে ছাড়ের দামে Realme স্মার্টফোন কিনতে পারবেন।

Realme স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ধামাকা ডিল এবং ছাড়! দেখে নিন এক ঝলকে
Realme স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ধামাকা ডিল এবং ছাড়! দেখে নিন এক ঝলকে
কেউ যদি একটি Realme স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখন এটি ক্রয় করার সঠিক সময় হতে পারে। চিনা স্মার্টফোন নির্মাতা হোলি উপলক্ষে তাদের বিশেষ বিক্রয় ঘোষণা করেছে। হোলি সেলের সময়, কোম্পানি তাদের স্মার্টফোনে ধামাকা ছাড় দিতে চলেছে। গ্রাহকরা Realme.com এবং Flipkart থেকে ছাড়ের দামে Realme স্মার্টফোন কিনতে পারবেন।
সেল চলাকালীন, গ্রাহকরা সম্প্রতি লঞ্চ হওয়া Realme 12 Pro সিরিজ এবং Realme 12 সিরিজের স্মার্টফোন কেনার উপর ৫০০০ টাকার ছাড় পেতে পারেন। Realme হোলি সেল ইতিমধ্যেই লাইভ হয়েছে এবং ৩১ মার্চ পর্যন্ত চলবে। এক নজরে দেখে নেওয়া যাক Realme হোলি সেলের সময় কী কী সকল অফার পাওয়া যাচ্ছে –
– Realme 12+ ৫জি ফোনের ৮GB+১২৮GB ভ্যারিয়েন্ট মডেলে প্রাইজ অফার রয়েছে ১০০০ টাকার, কুপন রয়েছে ১০০০ টাকার, এক্সচেঞ্জ অফার রয়েছে ১০০০ টাকার এবং ৯ মাসের নো কস্ট ইএমআই অফার রয়েছে। যা পাওয়া যাবে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
advertisement
advertisement
– Realme 12+ ৫জি ফোনের ৮GB+২৫৬GB ভ্যারিয়েন্ট মডেলে ব্যাঙ্ক অফার রয়েছে ১৫০০ টাকার অথবা এক্সচেঞ্জ অফার রয়েছে ১৫০০ টাকার এবং ৯ মাসের নো কস্ট ইএমআই অফার রয়েছে। যা পাওয়া যাবে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
advertisement
– Realme 12 ৫জি ফোনের ৬GB+১২৮GB ভ্যারিয়েন্ট মডেলে কুপন রয়েছে ২০০০ টাকার, সুপার কয়েন এবং ব্যাঙ্ক অফার রয়েছে ১০০০ টাকার। যা পাওয়া যাবে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
– Realme 12 ৫জি ফোনের ৮GB+১২৮GB ভ্যারিয়েন্ট মডেলে ব্যাঙ্ক অফার রয়েছে ১৫০০ টাকার অথবা এক্সচেঞ্জ অফার রয়েছে ১৫০০ টাকার এবং ৬ মাসের নো কস্ট ইএমআই অফার রয়েছে। যা পাওয়া যাবে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
advertisement
– Realme 12 Pro+ ৫জি ফোনের ৮GB+১২৮GB ভ্যারিয়েন্ট মডেলে কুপন রয়েছে ১০০০ টাকার, ব্যাঙ্ক অফার রয়েছে ৪০০০ টাকার অথবা এক্সচেঞ্জ অফার রয়েছে ৩০০০ টাকার এবং ৬ মাসের নো কস্ট ইএমআই অফার রয়েছে। যা পাওয়া যাবে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
– Realme 12 Pro+ ৫জি ফোনের ৮GB+২৫৬GB ভ্যারিয়েন্ট মডেলে ব্যাঙ্ক অফার রয়েছে ৩০০০ টাকার অথবা এক্সচেঞ্জ অফার রয়েছে ৩০০০ টাকার এবং ১২ মাসের নো কস্ট ইএমআই অফার রয়েছে। যা পাওয়া যাবে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
advertisement
– Realme 12 Pro+ ৫জি ফোনের ১২GB+২৫৬GB ভ্যারিয়েন্ট মডেলে ব্যাঙ্ক অফার রয়েছে ৩০০০ টাকার অথবা এক্সচেঞ্জ অফার রয়েছে ৩০০০ টাকার এবং ১২ মাসের নো কস্ট ইএমআই অফার রয়েছে। যা পাওয়া যাবে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
– Realme 12 Pro ৫জি ফোনের ৮GB+১২৮GB ভ্যারিয়েন্ট মডেলে প্রাইজ অফার রয়েছে ১০০০ টাকার, ব্যাঙ্ক অফার রয়েছে ২০০০ টাকার অথবা এক্সচেঞ্জ অফার রয়েছে ২০০০ টাকার এবং ১২ মাসের নো কস্ট ইএমআই অফার রয়েছে। যা পাওয়া যাবে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
advertisement
– Realme 12 Pro ৫জি ফোনের ৮GB+২৫৬GB ভ্যারিয়েন্ট মডেলে ব্যাঙ্ক অফার রয়েছে ৩০০০ টাকার অথবা এক্সচেঞ্জ অফার রয়েছে ৩০০০ টাকার এবং ১২ মাসের নো কস্ট ইএমআই অফার রয়েছে। যা পাওয়া যাবে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
– Realme 12 Pro ৫জি ফোনের ১২GB+২৫৬GB ভ্যারিয়েন্ট মডেলে প্রাইজ অফার রয়েছে ১০০০ টাকার, ব্যাঙ্ক অফার রয়েছে ৩০০০ টাকার অথবা এক্সচেঞ্জ অফার রয়েছে ৩০০০ টাকার এবং ১২ মাসের নো কস্ট ইএমআই অফার রয়েছে। যা পাওয়া যাবে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Realme Holi Sale: Realme স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ধামাকা ডিল এবং ছাড়! দেখে নিন এক ঝলকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement