আগামীকালের মধ্যে এই কাজটা না করলে বন্ধ হয়ে যাবে জিও পরিষেবা

Last Updated:

যারা এখনও জিও সিমে কোনও রিচার্জ করায়নি তাদের এটা জানা অত্যন্ত জরুরি ৷

#মুম্বই: প্রথমে ওয়েলকাম অফার, তারপর হ্যাপি নিউ ইয়ার ও সামার সারপ্রাইজ অফার ৷ এবার এল ধন ধনা ধন অফার ৷ একের পর এক আকর্ষণীয় অফার এনে টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ বর্তমান যুগে ইন্টারনেটই এখন সব ৷ আর ল্যাপটপ-ডেস্কটপের চেয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেকাংশেই বেড়েছে এখন ৷ রিল্যায়েন্স জিও আসার পর সেটা আরও বেড়েছে ৷ জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে রীতিমতো নড়েচড়ে বসতে হয়েছে বাকি মোবাইল সংস্থাগুলিকে
জিও-র সিমকে প্রাইম করে নিয়ে ৩০৩ টাকার রিচার্জ করলে তিন মাস একেবারে নিশ্চিন্তে জিও-র নেট ! তবে জিও-র এই তিন মাসের অফারেই জল ঢেলে দিল ট্রাই ৷ জিওকে সোজা জানিয়ে দিল, তুলে নিতে হবে জিও-র তিনমাসের ফ্রি পরিষেবা ৷ অর্থাৎ একবার রিচার্জ করে, তিন মাসের ফ্রি পরিষেবা ব্যবহারের দিকেই নজর পড়ল ট্রাইয়ের ৷
advertisement
কিন্তু এতে থেমে থাকেনি জিও ৷ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আরও একটি আকর্ষণীয় অফার ‘ধন ধনা ধন’ ৷ বাজারে আসার পর থেকেই শিরোনামে রয়েছে জিও ৷ কিন্তু সম্প্রতি জিও প্রাইম ও সামার সারপ্রাইজের ঘোষণা ও পরে তা বাতিল করার সিদ্ধান্ত ৷ এরপর ফের আরও একটি অফারের ঘোষণার জেরে অনেক গ্রাহকই বুধতে পারছে না কী করা উচিৎ ৷ বিভ্রান্তিতে ভুগছে অনেকেই ৷
advertisement
advertisement
যারা এখনও কোনও রিচার্জ করায়নি তাদের এটা জানা অত্যন্ত জরুরি ৷ আগামীকাল বা ১৫ এপ্রিলের মধ্যে কোনও একটা রিচার্জ না করালে বন্ধ হয়ে যাবে জিও পরিষেবা ৷ জিও লঞ্চ করার সময় বলা হয়েছিল যে সারাজীবন ভয়েস কলিং ফ্রি দেওয়া হবে ৷ কিন্তু তার জন্য কোনও একটা রিচার্জ করাতে হবে ৷
advertisement
১৫ এপ্রিলের মধ্যে কোনও রিচার্জ না করালে বন্ধ হয়ে যাবে জিও পরিষেবা ৷ কয়েকদিন ইনকামিং পরিষেবা পেলেও নির্দিষ্ট একটি সময়ের পর তা বন্ধ হয়ে যাবে ৷
তাই এখনও যদি কোনও রিচার্জ না করে থাকেন তাহলে আর দেরি করবেন ৷ সময় নষ্ট না করে রিচার্জ করিয়ে ফেলুন জিও নম্বর ৷ এই মুহূর্তে সংস্থার তরফে ধন ধনা ধন নামে একটি অবিশ্বাস্য অফারের ঘোষণা করা হয়েছে ৷ কী এই ধন ধনা ধন অফার ? সামার সারপ্রাইজ অফারের মতো এখানেও প্রথমে গ্রাহকদের নিজেদের সিম জিও প্রাইমে আপগ্রেড করতে হবে ৷ এরপর ৩০৯ ও ৫০৯ টাকায় রিচার্জ করতে হবে ৷ যাঁরা ইতিমধ্যেই জিও প্রাইমে সিম আপগ্রেড করেছেন, তাঁরা এই অফার তো পাবেনই ৷ পাশাপাশি যাঁরা এখনও প্রাইম মেম্বরশিপ নেননি, তাঁদের ধন ধনা ধন অফারের সুবিধা পেতে ৪০৮ টাকা দিয়ে রিচার্জ করাতে হবে ৷ এর মধ্যে জিও প্রাইম সাবস্ক্রিপশন বাবদ ৯৯ টাকা + ৩০৯ টাকার রিচার্জ ৷ এছাড়া রয়েছে ৬০৮ টাকার রিচার্জও ৷ সেখানে প্রাইম মেম্বরশিপ বাবদ ৯৯ টাকার পাশাপাশি ৫০৯ টাকার রিচার্জ করতে হবে গ্রাহকদের ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আগামীকালের মধ্যে এই কাজটা না করলে বন্ধ হয়ে যাবে জিও পরিষেবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement