Harry Potter: হ্যারি পটার-প্রেমী আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর; Siri-র হাত ধরে চলে যেতে পারেন হ্যারির দুনিয়ায়

Last Updated:

Harry Potter: হ্যারি পটার ভক্ত আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর! তাঁরা এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছেন। আসলে Siri-র মাধ্যমে হ্যারি পটারের বানানগুলি সমন্বিত করা হয়েছে।

হ্যারি পটার-প্রেমী আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর
হ্যারি পটার-প্রেমী আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর
হ্যারি পটার ভক্ত আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর! তাঁরা এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছেন। আসলে Siri-র মাধ্যমে হ্যারি পটারের বানানগুলি সমন্বিত করা হয়েছে। আইফোনে Siri-র মাধ্যমে ম্যাজিক্যাল এই কম্যান্ডগুলি ব্যবহার করার উপায় জেনে নেওয়া যাক।
আইফোনের স্পেল কাস্টিংয়ের জন্য Siri এনেবল করা উপায়:
স্পেল কাস্টিংয়ের আগে আইফোনে Siri এনেবল থাকা আবশ্যক। এর জন্য যেতে হবে Settings > Siri & Search-এ। এরপর “Listen for ‘Hey Siri'”-তে যেতে হবে। Siri সেটআপ হয়ে গেলে স্পেলকাস্টিংয়ের জার্নি শুরু হয়ে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত।
advertisement
বিল্ট-ইন হ্যারি পটার স্পেলস:
Hey Siri, Lumos:
advertisement
Lumos হল এমন একটা আকর্ষণ, যা এক জাদুকরের জাদুদণ্ডের উপরের অংশকে আলোকিত করে দেয়। আইফোনে Hey Siri, Lumos বললে ফ্ল্যাশলাইট জ্বলে উঠবে।
Hey Siri, Nox:
“Nox” হল Lumos-এর বিপরীত। যা জাদুদণ্ডের আলো নিভিয়ে দিতে পারে। Hey Siri, Nox বলার মাধ্যমে আইফোনের ফ্ল্যাশলাইট নিভিয়ে দেওয়া সম্ভব।
Hey Siri, Accio:
Accio হল তলবকারী কবচ, যা বস্তুকে আকর্ষণ করে। Hey Siri, Accio-র মাধ্যমে আইফোনে কাঙ্খিত অ্যাপ খোলা সম্ভব। অ্যাপের অ্যাক্সেস পাওয়ার জন্য আইফোন আনলক রাখা আবশ্যক।
advertisement
আরও পড়ুনঃ WhatsApp এনেছে নতুন ভিডিও নোট মোড! কী কী বাড়তি সুবিধা পাবেন, সবটা জেনে নিন
শর্টকাটের মাধ্যমে কাস্টম স্পেলস তৈরি:
Hey Siri, Lumos Maxima:
Lumos Maxima-র মাধ্যমে জাদুদণ্ডের আলোর আকর্ষণকে আরও তীব্র করে নেওয়া যায়। ফোনের ফ্ল্যাশলাইটের মাধ্যমে ব্রাইটনেস ম্যাক্সিমাম করা যায়।
এর জন্য Set Flashlight অ্যাকশন অ্যাড করে। তা টার্ন অন করতে হবে এবং নিজের ফ্ল্যাশলাইটকে ম্যাক্সিমাম ব্রাইটনেসে সেট করা যাবে।
advertisement
Hey Siri, Silencio:
Silencio হল সাইলেন্সিং চার্ম। আইফোনে Do Not Disturb মোড অ্যাক্টিভেট করতে এটা ব্যবহার করা যায়। এর জন্য Set Focus অ্যাকশন অ্যাড করতে হবে। অন করতে হবে এবং Do Not Disturb বেছে নিতে হবে।
Hey Siri, Muffliato:
Muffliato প্রিভেসি বা গোপনীয়তা নিশ্চিত করে। নিজের আইফোনের ভলিউম কমানো এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাক্টিভেট করার জন্য এটা ব্যবহার করা যায়। সেট ভলিউম অ্যাড করতে হবে। তা কম লেভেলে সেট করা সম্ভব। এরপর সেট ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে হবে। এবার নিজের কাঙ্ক্ষিত শব্দের মাত্রা বেছে নিতে হবে।
advertisement
Hey Siri, Sonorus:
Sonorus হল সাউন্ড বা শব্দ। নিজের আইফোনের ভলিউম বাড়াতে ব্যবহার করতে হয়। এর জন্য Set Volume অ্যাকশন অ্যাড করতে হবে এবং 100%-এ অ্যাডজাস্ট করতে হবে।
Hey Siri, Quietus:
Quietus অ্যাম্প্লিফায়েড সাউন্ড কমায়। আইফোনের ভলিউমকে কমফোর্টেবল লেভেলে অ্যাডজাস্ট করা যায়। Set Volume অ্যাকশন অ্যাড করতে হবে এবং ৫০ শতাংশ অথবা নিজের কাঙ্খিত মাত্রায় শব্দ নামিয়ে আনা সম্ভব।
advertisement
Hey Siri, Homenum Revelio:
Homenum Revelio আশপাশে থাকা মানুষদের প্রকাশ করে। Find My app-এ People ট্যাব ওপেন করা যায়। এর জন্য Open URLs অ্যাকশন অ্যাড করতে হবে। আর findmyfriends://” or “fmf1://” হিসেবে ইউআরএল ইনপুট করতে হবে।
Hey Siri, Point Me:
Point Me-র মাধ্যমে আইফোনে কম্পাস অ্যাপ খোলা যাবে। Open App অ্যাকশন খুলে Compass বেছে নিতে হবে।
advertisement
Hey Siri, Sternius:
Sternius-এর মাধ্যমে হাঁচি আসে। তাই আইফোনে হাঁচির শব্দের জন্য এটা ব্যবহার করতে হবে।
Hey Siri, Vermillious:
Vermillious ডিসট্রেস সিগন্যাল প্রেরণ করে। শর্টকাটস গ্যালারিতে In Case of Emergency শর্টকাট ব্যবহার করতে হবে।
Hey Siri, Reducio:
Reducio কোনও কিছুকে সঙ্কুচিত করে দেয়। আইফোনে টেক্সট সাইজ কমাতে এটা ব্যবহার করা যেতে পারে।
Hey Siri, Engorgio:
Engorgio কোনও বস্তুকে এনলার্জ বা বড় করে দেয়। নিজের পছন্দসই সেটিংয়ের টেক্সট সাইজে ফেরার জন্য এটা ব্যবহার করতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Harry Potter: হ্যারি পটার-প্রেমী আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর; Siri-র হাত ধরে চলে যেতে পারেন হ্যারির দুনিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement