এবার খাবার অর্ডার করুন Google থেকে, লাগবে না কোনও অ্যাপ
Last Updated:
বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে খাবারের অর্ডার দেওয়ার দিন শেষ। এবার খাবারের অর্ডার করুন সরাসরি Google থেকে। গুগল সার্চ, গুগল ম্যাপস আর গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে আপনি খাবারের অর্ডার দিতে পারবেন। আর Google-এর সঙ্গে যুক্ত ডেলিভারি কোম্পানিগুলো আপনার খাবার ডেলিভার করবে।
Verge-এর খবর অনুযায়ী, সার্চ আর ম্যাপস-এ “অর্ডার অনলাইন” নামে একটি নতুন বাটন যোগ করেছে Google। যে সব রেস্টুরেন্ট খাবার ডেলিভারি করে তাদের নাম সার্চ করলে অর্ডার অনলাইন বাটনটি দেখতে পাবেন আপনি।
ইউজাররা পিকআপ আর ডেলিভারির অপশন পাবেন। ইউজাররা নিজের ইচ্চে মতো অপশন সিলেক্ট করতে পারবে।
advertisement
যদি রেস্টুরেন্ট সাপোর্ট করে, তাহলে Google Pay ব্যবহার করে খাবার অর্ডার করা যাবে। পুরও কাজটাই হবে Google-এর মাধ্যমে।
advertisement
এছাড়াও অ্যাসিস্টান্ট এর মাধ্যমেও খাবার অর্ডার করা যাবে। সহজে আগের খাবার আবার অর্ডার করা যাবে অ্যাসিস্টান্ট থেকে।
তবে স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিসপ্লে থেকে এই পরিষেবা কাজ করবে কি না জানা যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে - DoorDash, Postmates, Delivery.com, Slice আর ChowNow এর সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করেছে Google। ভবিষ্যতে আরও নতুন কোম্পানির সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি সার্ভিস বড় করতে চায় মার্কিন কোম্পানিটি।
advertisement
আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই পরিষেবা শুরু হয়েছে।
view commentsLocation :
First Published :
May 26, 2019 12:00 AM IST