Android Apps: ফোনের ব্যাটারি খারাপ করে দিতে পারে এই সব জনপ্রিয় অ্যাপ! আপনি ব্যবহার করছেন না তো? জানুন

Last Updated:

Android Apps: ফোনের ব্যাটারি একদম খারাপ করে দিতে পারে এই সব অ্যাপ। সতর্ক হয়েছে গুগল। আপনি ব্যবহার করছেন না তো? জানুন

#নয়া দিল্লি:  ক্ষতিকর অ্যাপ প্লে-স্টোর থেকে সরিয়ে ফেলতে তৎপর হল গুগল। সম্প্রতি তারা বেশ কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ রিমুভ করে ফেলেছে বলে জানা গিয়েছে। এই সব অ্যাপের তালিকায় এমন কিছু নাম রয়েছে যা গুগল প্লে-স্টোর থেকে প্রায় ২০ মিলিয়ন ডাউনলোড হয়েছে। তবু সুরক্ষার স্বার্থে সে সব অ্যান্ড্রয়েড অ্যাপ রিমুভ করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই সব অ্যাপ মোবাইলের ব্যাটারির পক্ষে খুবই ক্ষতিকারক। এ ধরনের অ্যাপ ব্যবহারের ফলে মোবাইলের ব্যাটারির ক্ষতি হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এ সব অ্যাপ বেশি পরিমাণে মোবাইল ডেটাও নষ্ট করেছে।McAfee-এর রিপোর্ট অনুযায়ী গুগল প্লে-স্টোরে একটি নতুন Clicker নামের ম্যালওয়্যার দেখা গিয়েছে। গুগল প্লে-স্টোরে এমন প্রায় ১৬ টি অ্যাপ দেখা গিয়েছে। যার মধ্যে রয়েছে এই ক্ষতিকারক ম্যালওয়্যার রয়েছে। রিপোর্ট অনুযায়ী, গুগল প্লে স্টোর থেকে ইতিমধ্যেই সেটি ২০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে।
advertisement
McAfee একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, এই সকল অ্যাপ্লিকেশন খোলার পর সে গুলি ডাউনলোড হয় রিমোট কনফিগারেশনের মাধ্যমে। এর ফলে তারা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায়। সেই কনফিগারেশন ডাউনলোড করার পর, সেটি ফায়ারবেস ক্লাউড মেসেজিং সিস্টেমে রেজিস্টার হয়ে যায়। এরপর সেখান থেকে গ্রাহকদের কাছে পুশ মেসেজ পাঠানো হয়। এর মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে।
advertisement
advertisement
নিরাপত্তা বিশেষজ্ঞরা লক্ষ্য করে দেখেছেন, গুগল ইতিমধ্যেই তাদের গুগল প্লে স্টোর থেকে সেই সকল অ্যান্ড্রয়েড অ্যাপ রিমুভ করে দিয়েছে। ব্যবহারকারীদের সুরক্ষার জন্যই তা সরান হয়েছে। বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস কোড লক্ষ্য করা গিয়েছে বেশ কয়েকটি ইউটিলিটি অ্যাপে। এর মধ্যে রয়েছে Flashlight (Torch), QR Readers, Camera, Unit Converters এবং Task Managers। এই অ্যাপগুলি ব্যবহারকারীর অজান্তেই তাঁদের ফোনের ক্ষতি করে চলেছে। এই সব অ্যাপ মূলত অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি নষ্ট করে, অতিরিক্ত মোবাইল ডেটাও খরচ হয়। গুগল বেশ কিছুদিন ধরেই তাদের গুগল প্লে-স্টোর থেকে ক্ষতিকর অ্যাপ সরানোর কাজ করে চলেছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Android Apps: ফোনের ব্যাটারি খারাপ করে দিতে পারে এই সব জনপ্রিয় অ্যাপ! আপনি ব্যবহার করছেন না তো? জানুন
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement