Pixel 7 আসছে অক্টোবরেই! সঙ্গে আরও অনেক! এবার iPhone-কে টেক্কা দেবে Google
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Google Pixel 7: ৭ সেপ্টেম্বর Apple-এর 'ফার আউট' (Far Out) অনুষ্ঠানে লঞ্চ করতে চলেছে iPhone 14 সিরিজের ফোন। তার ঠিক একদিন আগে, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর রাতে Google তার আগামী অনুষ্ঠানের দিন ঘোষণা করেছে।
#নয়া দিল্লি: Google-এর পরবর্তী প্রজন্মের Pixel স্মার্টফোন Pixel 7 সিরিজ লঞ্চ করতে চলেছে আগামী মাসে। সংস্থার তরফে জানান হয়েছে আগামী ৬ অক্টোবর লঞ্চ করা হবে তাদের নতুন স্মার্টফোন। ৭ সেপ্টেম্বর Apple-এর 'ফার আউট' (Far Out) অনুষ্ঠানে লঞ্চ করতে চলেছে iPhone 14 সিরিজের ফোন। তার ঠিক একদিন আগে, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর রাতে Google তার আগামী অনুষ্ঠানের দিন ঘোষণা করেছে।
Google আরও জানিয়েছে যে Pixel 7 সিরিজের স্মার্টফোনের পাশাপাশি তারা প্রত্যাশিত স্মার্টওয়াচ Pixel Watch-ও লঞ্চ করবে ওই দিনই। Google Pixel 7 সিরিজটি Google-এর দ্বিতীয় প্রজন্মের ‘টেনসর’ চিপসেট দ্বারা চালিত। Google এটিকে ‘টেনসর জি ২’ (Tensor G2) নাম দিয়েছে৷ Google টেনসর চিপগুলি গত বছর Google Pixel 6 সিরিজের স্মার্টফোনে রাখা হয়েছিল। এ গুলি ছিল ওই চিপসেটের প্রথম প্রজন্ম। তা থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বলেই দাবি। দ্বিতীয় প্রজন্মের Tensor G2 চিপ Google-এর পণ্যগুলিকে আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে।
advertisement
Google তার আগামী দিনের নতুন হার্ডওয়্যার (Hardware) সম্পর্কেও কিছু ইঙ্গিত দিয়েছে তার ওয়েবসাইটে। Pixel 7-এর জন্য আপডেট করা পেজে Tensor G2 চিপসেটের কথা উল্লেখ করেছে Google। মনে করা হচ্ছে Pixel 6 সিরিজের মতোই, নতুন প্রজন্মের Tensor G2 চিপসেটে Pixel 7a বা Pixel Foldable –ও পাওয়া যাবে, যদি Google আগামী এক বছরের মধ্যে এটি লঞ্চ করে। Google জানিয়েছে যে, Tensor G2 ‘ছবি, ভিডিও, নিরাপত্তা এবং কণ্ঠ সনাক্তকরণে আরও সহায়তা করবে।’
advertisement
advertisement
আরও পড়ুন: ৫০ এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬ ইঞ্চিরও বেশি এইচডি প্লাস ডিসপ্লে! Redmi-র নতুন ফোনের দাম অবাক করবে!
যদিও আসন্ন স্মার্টফোনের অভ্যন্তরীণ বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে এর আগেই একাধিক ভিডিও ও তথ্য ফাঁস হয়েছে। সে সবের সত্যতা যাচাই করা সম্ভব নয়। এ জন্য এক মাস অপেক্ষা করতে হবে।
advertisement
Apple iPhone 14 লঞ্চের ঠিক এক মাস পরে Pixel 7 লঞ্চের ঘোষণা করা হয়েছে। গত বছরও, Google অ্যাপলের iPhone 13 লঞ্চের প্রায় এক মাস পরে অক্টোবরে Pixel 6 সিরিজ লঞ্চ করেছিল।
Location :
First Published :
September 07, 2022 7:51 PM IST