প্রথম দিন থেকে সঙ্গী ছিল, এই সার্চ ফিচার বন্ধ করে দিল Google! ক্ষুব্ধ ইউজাররা
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
তবে মনে করা হচ্ছে, এর বদলে আরও আধুনিক কোনও ফিচার আসতে চলেছে বা নতুন কোনও টুল, যা আরও ভাল কাজ করবে।
গুগলের যাত্রা শুরুর প্রথম দিন থেকেই সঙ্গী ছিল এই ফিচার। ব্যবহার করতেন ইউজাররা। এবার সেই ফিচার আর দেখা যাবে না। সেটা হল, ক্যাশেড ওয়েব পেজ ফিচার। ওয়েব পেজের প্রথম সংস্করণ দেখা যেত এর মাধ্যমে। গুগল এই ক্যাশে লিঙ্ক ফিচারই বন্ধ করে দিয়েছে। তবে মনে করা হচ্ছে, এর বদলে আরও আধুনিক কোনও ফিচার আসতে চলেছে বা নতুন কোনও টুল, যা আরও ভাল কাজ করবে।
গত সপ্তাহে ‘গুগল সার্চ লিয়াজোন’ নামের এক্স হ্যান্ডেলের একটি পোস্টে এই কথা প্রথম জানানো হয়। পোস্টে এই ফিচার সরিয়ে নেওয়ার কারণ সম্পর্কেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই ক্যাশেড ওয়েব পেজ ফিচার সেই সময়ের জন্যই উপযুক্ত ছিল যখন পেজ লোড হতে বেশি সময় লাগত। এখন চোখের নিমেষে পেজ লোড হয়ে যায়। তাই গুগলও রাশ টানছে। সরিয়ে নিয়েছে এই ফিচার।
advertisement
advertisement
তবে পুরনো অনেক ওয়েবসাইট আজও রয়েছে। বেশিরভাগই একাধিক সমস্যায় জর্জরিত। সে সব সাইটকে টিকিয়ে রাখতে পাশে দাঁড়াচ্ছে গুগল। ক্যাশে লিঙ্ক ব্যবহারের ফলে ওয়েব পেজগুলো অ্যাক্সেস করা সহজ হত।
তবে এই ধরণের ওয়েবসাইট চালু রাখতে এবং চালানোর জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলো গুগল করবে বলেই মনে করা হচ্ছে। তবে এর আগেও বহু ফিচার এবং প্রোডাক্ট সরিয়ে দিয়েছে গুগল। ইতিহাস বলছে, যতক্ষণ কোনও উদ্দেশ্য সাধিত হয় ততক্ষণ আনন্দের সঙ্গে তা করে টেক জায়ান্ট সংস্থাটি। কিন্তু উদ্দেশ্য মিটে গেলে সরিয়ে দিতেও দুবার ভাবে না।
advertisement
একটা উদাহরণ দেওয়া যাক। স্ট্যাডিয়ার মতো প্রোডাক্ট কোনও রকম আগাম সতর্কতা ছাড়াই বন্ধ করে দিয়েছিল গুগল। হাজার হাজার ইউজার পড়েছিলেন মহা ফাঁপরে। এমন বহু সিদ্ধান্তই নিয়েছে টেক জায়ান্ট সংস্থাটি। অনেক ইউজারেরই গুগলের উপর সবচেয়ে বড় ক্ষোভ হল, কোম্পানি অধিকাংশ সময় কোনও প্রোডাক্টের অফার বা ফিচার বন্ধের কথা ঘোষণাও করে না। এগুলো অবিবেচকের মতো কাজ বলেই মনে করেন অনেকে। তবে গুগল আছে গুগলেই, সে কারও কথায় কান পাতছে না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 9:27 PM IST