ডকুমেন্ট সেভ করতে ভুলে গেলেও হবে না ডিলিট, Google Drive-এর ৫টি অবাক করা ফিচার

Last Updated:

Google Drive Tips And Tricks: যদি লেখালিখির ক্ষেত্রে Google Docs ব্যবহার করা যায়, Google Drive-এ পাওয়া ডকুমেন্ট এই অযথা পরিশ্রম বাঁচাতে পারে

কোনও গুরুত্বপূর্ণ তথ্য হোক বা কোনও খাবারের রেসিপি—নিমেষে মুশকিল আসান করে দিতে পারে Google। গত কয়েক বছরে মানুষের চিন্তা ভাবনা আর কাজের ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে এই সার্চ ইঞ্জিন।
Google আবার এমন অনেক পণ্য চালু করেছে যা সারা বিশ্বে বিনামূল্যে পাওয়া যায় এবং প্রতিদিন মানুষের কাজ সহজ করে দিচ্ছে। Google-এর এমনই একটি পণ্য হল Google Drive। এর পাঁচটি খুব জরুরি ফিচার সম্পর্কে অনেকেই জানেন না। দেখে নেওয়া যাক সেই ফিচারগুলি—
কম্পিউটারে টাইপ করার সময়, অনেক সময় ভুলবশত ক্লোজ বোতাম টিপলে ডকুমেন্টটি সেভ না হয়েই বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে সব পরিশ্রম জলে যায়। কিন্তু যদি লেখালিখির ক্ষেত্রে Google Docs ব্যবহার করা যায়, Google Drive-এ পাওয়া ডকুমেন্ট এই অযথা পরিশ্রম বাঁচাতে পারে। Google Docs স্বয়ংক্রিয়ভাবে নথি সংরক্ষণ করতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
Google Drive-এ শুধুমাত্র নিজের নথিগুলি সংরক্ষণ করা যাবে, তাই নয়। বরং সেগুলি অনলাইনে শেয়ারও করতে পারবেন৷ এজন্য, ওই ফাইলটিতে 'রাইট ক্লিক' করতে হবে। সেখান থেকে শেয়ার করার জন্য একটি লিঙ্ক তৈরি করতে হবে। যতজন মানুষের সঙ্গে ফাইলটি শেয়ার করতে চান ব্যবহারকারী তাদের সঙ্গে শেয়ার করা যাবে।
advertisement
Google Drive-এ যেকোনও ধরনের ফাইল রাখা যেতে পারে, তা সে যেকোনও ফরম্যাটই হোক না কেন। Drive পিডিএফ, ওয়ার্ড, ইমেজ, মিউজিক এবং আরও অনেক ধরনের ফাইল সাপোর্ট করে।
যদিও Drive 50 এমবি পর্যন্ত টেক্সট ফাইল সাপোর্ট করতে পারে। Drive-এ অতিরিক্ত জায়গাও পাওয়া যায়। তবে তা কিনতে হবে।
আপনি Google Drive-এ পাওয়া Google Docs-এ ভয়েস কমান্ডের মাধ্যমেও টাইপ করা যায়। এতে হিন্দি বা ইংরেজি-সহ অনেক ভাষায় ভয়েস টাইপিং করা যেতে পারে। Google Docs-এ লেখা-সহ নিজের মন্তব্য ট্যাগ করা যায়। যদি কেউ একটি Doc এডিট করার সময় কারও কাছ থেকে পরামর্শ নিতে চান, তবে তিনি তাঁকে ট্যাগও করতে পারেন। যাঁকে ট্যাগ করা হবে, তিনি একটি ই-মেল পাবেন এবং মন্তব্যে কী লিখেছেন তা দেখতে পাবেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ডকুমেন্ট সেভ করতে ভুলে গেলেও হবে না ডিলিট, Google Drive-এর ৫টি অবাক করা ফিচার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement