লকডাউনে একঘেয়েমি কাটাতে গুগল ডুডলের সঙ্গে খেলুন Pac-man

Last Updated:

স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম সিরিজের আজ শেষ দিন।

#নয়াদিল্লি: মৃত্যুমিছিল অব্যাহত। সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসেছে ভারতের বুকে। ভারতে করোনা আক্রান্ত ৪৬ হাজারের বেশি ৷ এই বিপদ ঠেকানোর একমাত্র উপায় লক ডাউন আর বজায় রাখতে হবে সামাজিক দুরত্ব। প্রায় গোটা বিশ্বই লকডাউনে। তাই এখন সকলেই বাড়িতে থাকছে। সময় কাটাচ্ছে পরিবারের সঙ্গে। প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম।
তাই বাড়িতে থাকতে থাকতে অনেকেই বোর হয়ে গিয়েছেন। আপনার মনোরঞ্জন করতে, সময় কাটাতে সাহায্য করতে আর সবার মন থেকে কিছুটা দুশ্চিন্তা কাটাতে গুগল ডুডল একটি সিরিজ শুরু করেছে যেখানে ফিরিয়ে আনা হচ্ছে জনপ্রিয় পুরনো ডুডল গেমগুলি। ডুডলের ট্যাগলাইন - স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম। আর এই সিরিজের আজ শেষ দিন। আজকে ঘরে বসে জনপ্রিয় গ্রেম Pac-man খেলার অবকাশ দিচ্ছে ডুডল।
advertisement
প্যাক ম্যান এটি ইতিহাসের অন্যতম বিখ্যাত ভিডিও গেম। ২০১০ সালে প্রথম এই প্যাক-ম্যান গেম প্রকাস করেছিল গুগল ডুডল। গেমটি শুরু করার জন্য জাস্ট গুগল-এর প্লে আইকন টিকে ক্লিক করুন। ব্যস, এবার কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে জাস্ট টাইমলেস বিজনেসে নেমে পড়ুন, Inky, Pinky, Blinky এবং Clyde এর হাত থেকে পালিয়ে বেড়ান। প্যাক-ম্যান, উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো ইন্টারঅ্যাক্টিভ ডুডল প্রকাশ্যে আসে। তখন থেকে ডুডলে হাইপারলিংক দেওয়া শুরু হয়।
advertisement
advertisement
২৭ এপ্রিল থেকে দুই সপ্তাহ গুগলের হোম পেইজে ক্লিক করলে গেম খেলা যাচ্ছিল। গত কয়েক বছরে যত গেম বা মিনি গেম গুগলের হোমপেজে দেখা গিয়েছে সেগুলি গুগল ডুডল ব্লগে আর্কাইভ হিসেবে সংক্ষিত আছে। সেই গেমগুলির মধ্যে থেকে জনপ্রিয় ১০টি ডুডল গেমকে আবার খেলার সুযোগ দিয়েছিল গুগল।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
লকডাউনে একঘেয়েমি কাটাতে গুগল ডুডলের সঙ্গে খেলুন Pac-man
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement