হোয়াটস অ্যাপের দিন শেষ, বাজারে এল গুগল ‘অ্যালো’

Last Updated:

হোয়াটস অ্যাপের একাধিপত্যে ভাগ বসাতে গুগল লঞ্চ করল তাদের নতুন মেসেজিং অ্যাপ ‘Allo’ ৷ কিছুদিন আগে লঞ্চ হওয়া গুগল ডুও-এর মতো গুগলের কমিউনিকেশন প্ল্যাটফর্মের অংশ এই অ্যালো মেসেজিং অ্যাপ ৷

#নয়াদিল্লি: হোয়াটস অ্যাপের একাধিপত্যে ভাগ বসাতে গুগল লঞ্চ করল তাদের নতুন মেসেজিং অ্যাপ ‘Allo’ ৷ কিছুদিন আগে লঞ্চ হওয়া গুগল ডুও-এর মতো গুগলের কমিউনিকেশন প্ল্যাটফর্মের অংশ এই অ্যালো মেসেজিং অ্যাপ ৷ শুধু টেক্সট নয়, ছবি, ভিডিও, অডিও মেসেজ, অডিও ক্লিপ, স্টিকার এবং লোকেশনও এই মেসেজিং অ্যাপসের মাধ্যমে অনেক দ্রুত পাঠাতে পারবেন ব্যবহারকারী ৷
গুগলের মতে, অ্যালোর প্রতিটি চ্যাট ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির মাধ্যমে এনক্রিপটেড ৷ ফলে চ্যাটের সেন্ডিং ও রিসিভিং এন্ডে থাকা মানুষটি ছাড়া আর কেউ চ্যাটের কথা জানতে পারবেন না ৷ এরসঙ্গে গুগল অ্যালো চ্যাটের আরও একটি সুবিধা হল, ব্যবহারকারী ইচ্ছামতো সময়ের জন্য অথবা বরাবরের জন্য চ্যাটের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন ৷ এমনকী মেসেজের সিস্টেমে সেভ থাকার সময়সীমাও ঠিক করতে পারবেন ব্যবহারকারী ৷
advertisement
গুগল অ্যালো অ্যাপ যাদের কাছে নেই তাদেরকেও অ্যালো-র মাধ্যমে এসএমএস অথবা মেসেজ পাঠাতে পারবেন অ্যালো গ্রাহকরা ৷ তবে গুগল অ্যালো-র এই সুবিধাটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে ৷
advertisement
শুধু তাই নয় চ্যাট চলাকালীনই গুগল অ্যালোতে সোজাসুজি গুগল সার্চ করা যাবে ৷ উদাহরণ স্বরূপ বলা যায়, ধরুন আপনি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন বলে প্ল্যান করছেন ৷ চ্যাট করতে করতে আপনি যদি অ্যালো-এর সার্চ বার-এ গিয়ে @google টাইপ করে ট্রাভেল ডেস্টিনেশন, ফ্লাইট, হোটেল, ট্রাফিক, আবহাওয়া এছাড়া যা যা দরকার সব কিছু ব্যাপারে জানতে পারবেন ৷
advertisement
এই মুহূর্তে সার্চ ফিচারটি শুধু ইংরাজী ভাষাতে পাওয়া গেলেও আগামী কয়েকমাসের মধ্যে বাকি আঞ্চলিক ভাষাতেও পাওয়া যাবে এই সুবিধা ৷ সার্চের মতো আরও অনেক গুগল প্রোডাক্ট খুব তাড়াতাড়ি পাওয়া যাবে অ্যালো-র অ্যাপসে ৷ বুধবার ভারতে লঞ্চ করলেও আগামী সপ্তাহের মধ্যে গোটা বিশ্বেই মিলবে অ্যালো-র সুবিধা ৷
তবে আর কিসের অপেক্ষা গুগল স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন গুগল অ্যালো অ্যাপ আর মেতে উঠুন চ্যাটিংয়ে ৷
advertisement
ফোনে কথা বলার চেয়ে চ্যাট করতে অভ্যস্ত জেন ওয়াই ৷ তাদের কাছে গুগল অ্যালো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠবে বলেই আশা গুগলের উচ্চপদস্থ কর্তাদের ৷ অ্যালো-এর আত্মপ্রকাশে জনপ্রিয়তা হারানোর আশঙ্কায় ভুগছে হোয়াটস অ্যাপস, ফেসবুক মেসেঞ্জার ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
হোয়াটস অ্যাপের দিন শেষ, বাজারে এল গুগল ‘অ্যালো’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement