Gmail ব‍্যবহার করেন? আসছে বড় বদল! কোন নতুন নিয়ম চালু হতে চলেছে? এখনই জানুন

Last Updated:

বিষয়টা আর জল্পনা-কল্পনার জায়গায় নেই। Google-এর নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক জনসংযোগ প্রধান রস রিচেনড্রেফার নিশ্চিত করেছেন যে গুগল ফোন নম্বরের পরিবর্তে QR কোডের মাধ্যমে ভেরিফিকেশন চালু করতে চলেছে।

Gmail ব‍্যবহার করেন? আসছে বড় বদল! কোন নতুন নিয়ম চালু হতে চলেছে? এখনই জানুন
Gmail ব‍্যবহার করেন? আসছে বড় বদল! কোন নতুন নিয়ম চালু হতে চলেছে? এখনই জানুন
Gmail-এর পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? না, এসএমএসে সিকিউরিটি কোড আর আসবে না। এবার থেকে স্ক্যান করতে হবে QR কোড। নতুন ব্যবস্থা চালু করতে চলেছে Google। টেক জায়ান্ট সংস্থার সূত্রের উদ্ধৃতি দিয়ে Forbes-এর একটি প্রতিবেদনে লেখা হয়েছে, চলতি বছরের শেষ দিকে Gmail-এ এসএমএস ভিত্তিক লগইন ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হতে পারে। বদলে চালু হতে পারে QR কোড।
বিষয়টা আর জল্পনা-কল্পনার জায়গায় নেই। Google-এর নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক জনসংযোগ প্রধান রস রিচেনড্রেফার নিশ্চিত করেছেন যে গুগল ফোন নম্বরের পরিবর্তে QR কোডের মাধ্যমে ভেরিফিকেশন চালু করতে চলেছে। নতুন পদ্ধতিতে ইউজাররা মোবাইল নম্বরে OTP পাওয়ার বদলে স্ক্রিনে একটি QR কোড দেখতে পাবেন। সেটা স্ক্যান করলেই ভেরিফিকেশন হয়ে যাবে।
advertisement
advertisement
বর্তমানে Gmail-এ ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন’ পদ্ধতি চালু রয়েছে। কিন্তু এই ব্যবস্থাও সম্পূর্ণ নিরাপদ নয়। কারণ এসএমএসের মাধ্যমে যে ৬ সংখ্যার কোড ইউজারের কাছে পাঠানো হয়, তা যে কোনও সময় হ্যাক হতে পারে। ফিশিং হামলা ও সিম-স্ব্যাপিং-এর শিকার হতে পারেন ইউজাররা। তাই নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই QR কোড ব্যবস্থা চালু করা হচ্ছে।
advertisement
QR কোড ভিত্তিক অথেনটিকেশন পদ্ধতিতে প্রতারণার সম্ভাবনা কমবে বলে দাবি টেক জায়ান্ট সংস্থার। কারণ ইউজার সরাসরি Google-এর সঙ্গে সংযোগ করবেন। মাঝে আর নেটওয়ার্ক অপারেটররা থাকবে না। প্রতারণার ঝুঁকি কমবে। পাশাপাশি এতে যেহেতু কোনও কোড টাইপ বা শেয়ার করতে হবে না, তাই কোড চুরির আশঙ্কার থাকবে না। Google স্পষ্ট জানিয়েছে, এসএমএস ভিত্তিক অথেনটিকেশন নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ। তাই ইউজারকে সাইবার হুমকি থেকে রক্ষা করতেই নতুন ব্যবস্থা আনা হচ্ছে।
advertisement
QR কোড ভিত্তিক নতুন অথেনটিকেশন পদ্ধতি কবে থেকে কার্যকর হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি Google। খুব শীঘ্রই এই বিষয়ে জানানো হবে বলে অনুমান করা হচ্ছে। Forbes-এর প্রতিবেদনে চলতি বছরের শেষ দিকে এই পদ্ধতি চালু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে গুগলই প্রথম নয়। এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগে ট্যুইটার), সিগন্যাল, অ্যাপল, মাইক্রোসফট-ও এসএমএসের পরিবর্তে আরও নিরাপদ অথেন্টিকেশন পদ্ধতি চালু করেছে। যেমন অথেনটিকেটর অ্যাপে তৈরি এককালীন কোড (One-time codes)। গুগলও এবার সেই পথেই হাঁটছে। এসএমএসের ঝুঁকি এড়িয়ে চালু করতে চলেছে আরও নিরাপদ অথেনটিকেশন ব্যবস্থা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Gmail ব‍্যবহার করেন? আসছে বড় বদল! কোন নতুন নিয়ম চালু হতে চলেছে? এখনই জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement