মেল লেখা হবে ঝড়ের গতিতে, নিখুঁত ব্যাকরণ মেনে! কাজে লাগান Gmail-এর এই ফিচার
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
এই ফিচার মেল লেখার সময়ে স্বয়ংক্রিয় ভাবে শব্দ এবং বাক্যের সাজেশন হাতের কাছে এগিয়ে দেয়, ফলে কাজ যেমন ঝড়ের গতিতে এগোয়, তেমনই ব্যাকরণের দিকটাও ঠিক থাকে।
ব্যক্তিগত হোক বা পেশাদার, নানা সময়ে আমাদের সবাইকেই মেল কম্পোজ করতে হয়। সব সময়ে যে আমরা নিখুঁত ব্যাকরণ মেনে ইংরেজিতে একটা মেল লিখে উঠতে পারি, তা সম্ভব হয় না। এক্ষেত্রে কাজে আসতে পারে Gmail-এর Smart Compose ফিচার। এই ফিচার মেল লেখার সময়ে স্বয়ংক্রিয় ভাবে শব্দ এবং বাক্যের সাজেশন হাতের কাছে এগিয়ে দেয়, ফলে কাজ যেমন ঝড়ের গতিতে এগোয়, তেমনই ব্যাকরণের দিকটাও ঠিক থাকে।
Gmail-এর Smart Compose ফিচার ব্যবহার ডিফল্ট হিসেবে এনেবল করাই থাকে। এর স্টেটাস চেক করতে বা টার্ন অন, টার্ন অফ করতে এই সেটিংস ব্যবহার করতে হবে-
ডেস্কটপের ক্ষেত্রে- Settings > General > Smart Compose
advertisement
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে- Menu > Settings > Your account > General > Smart Compose
আরও পড়ুন: OnePlus 12 এবং OnePlus 12R-এর ফিচার কতটা আলাদা? কোনটা আপনার জন্য সেরা? কেনার আগে জেনে নিন
advertisement
Gmail-এর Smart Compose ফিচার নিয়ে যা জানা দরকার:
– আমরা যখন টাইপ করি, তখন এই ফিচার দরকার মতো শব্দ বা বাক্য সাজেস্ট করে, তা দেখা যায় কার্সারের নিচে একটা নীল বক্সে।
– এটা ইউজারের মেল লেখার প্রবণতা এবং শব্দ ব্যবহারের প্রবণতা অনুসারে হয়।
– যে সাজেশন আসছে, তা অ্যাকসেপ্ট করতে হলে বক্সে ট্যাপ করলেই হবে বা রাইট অ্যারো ব্যবহার করতে হবে।
advertisement
– যে সাজেশন আসছে, তা অ্যাকসেপ্ট করতে না চাইলে লিখে গেলেই হল, লেখারগতিতে আপনাআপনি সাজেশন মুছে যাবে।
– অথবা ESC বাটন প্রেস করেও সাজেশন মোছা যায়।
Gmail-এর Smart Compose ফিচার পার্সোনালাইজ করতে হলে:
– স্মার্ট কম্পোজ বক্সের পাশে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
– এবার বেছে নিতে হবে Manage Smart Compose settings।
advertisement
– এখান থেকেই সাজেশন ঠিক কেমন হবে, তা মর্জি মতো ঠিক করে নেওয়া যাবে।
Gmail-এর Smart Compose ফিচারের সাজেশন উপযুক্ত মনে না হলে যা করা যায়:
– রয়েছে রিপোর্ট করার সুবিধা।
– স্মার্ট কম্পোজ বক্সের পাশে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
– এবার বেছে নিতে হবে Report Smart Compose Suggestion।
advertisement
– পরের বার থেকে আর অ্যালগরিদম নির্ধারিত সাজেশন মেল লেখার সময়ে উত্যক্ত করবে না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2024 8:48 PM IST