শীঘ্রই লঞ্চ করা হবে শাওমির প্রথম ফ্লিপ স্মার্টফোন, প্রতিযোগীদের চেয়ে এই ফোন কতটা আলাদা?

Last Updated:

জানা গিয়েছে যে Xiaomi-র প্রথম ফ্লিপ ফোন কঠিন প্রতিযোগিতায় ফেলতে পারে Samsung কোম্পানির Galaxy Z Flip 5 ফোনকে।

জনপ্রিয় মোবাইল কোম্পানি Xiaomi খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ফ্লিপ ফোন। জানা গিয়েছে যে Xiaomi-র প্রথম ফ্লিপ ফোন কঠিন প্রতিযোগিতায় ফেলতে পারে Samsung কোম্পানির Galaxy Z Flip 5 ফোনকে। বর্তমানে ফোল্ডেবল ফোন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। এই কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি বাজারে আনছে তাদের ফোল্ডেবল স্মার্টফোন। গ্রাহকদের চাহিদা মেটাতে মোটোরোলা, স্যামসাং এবং ওয়ানপ্লাসের মতো কোম্পানিগুলি তাদের নতুন ফোল্ডেবল ফোন আনার চেষ্টা করছে।
সম্প্রতি Samsung তাদের নতুন প্রজন্মের Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 ফোন লঞ্চ করেছে। এখন গুজব উঠেছে যে Xiaomi খুব শীঘ্রই ফ্লিপ ফোনের বাজারে প্রবেশ করছে। 9to5Google-এর একটি প্রতিবেদন অনুযায়ী Xiaomi খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ফ্লিপ ফোন। তারা ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো পোস্টের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, Xiaomi Mix Fold 3 স্মার্টফোন বাজারে লঞ্চ করা হতে পারে। IMEI ডেটাবেস রেকর্ড 2311BPN23C অনুযায়ী স্মার্টফোনটি বর্তমানে তার প্রাথমিক উৎপাদন পর্যায়ে রয়েছে।
advertisement
advertisement
9to5Google-এর সেই প্রতিবেদন অনুযায়ী, Xiaomi-র প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হল শাওমি মিক্স ফ্লিপ স্মার্টফোন। এটি একটি মিক্সড সিরিজের ফোন হতে চলেছে, যা হালকা এবং বহনযোগ্য হতে পারে। এই ফোনে ব্যবহার করা হতে পারে আধুনিক ফিচার এবং উন্নতমানের ক্যামেরা। কিন্তু, Xiaomi কোম্পানির তরফে তাদের Xiaomi Mix Fold 3 ফোন সম্পর্কে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি।
advertisement
9to5Google এর সেই প্রতিবেদদের তথ্য যদি সত্য হয় তাহলে এটি হবে Xiaomi-র জন্য ফ্লিপ ফোনের প্রথম প্রজন্ম। কারণ তারা ইতিমধ্যেই Fold ফোনের বাজারে প্রবেশ করেছে এবং Xiaomi Mix Fold 3 হল তাদের সেগমেন্টের সর্বশেষ সংস্করণ। এখন, আশা করা হচ্ছে যে Xiaomi শীঘ্রই তার ক্ল্যামশেল ফোল্ডেবল আনবে যা গ্যালাক্সি জেড ফ্লিপের মতো হতে পারে।
advertisement
এখনও পর্যন্ত, Xiaomi মিক্স ফ্লিপ সম্পর্কে সীমিত তথ্য সামনে এসেছে। কিন্তু, এটি যদি Samsung Galaxy Z Flip 5 ফোনের থেকে পাতলা এবং হালকা হয় তাহলে অন্যান্য বিভিন্ন ফোল্ডেবেৃল ফোনকে কঠিন প্রতিযোগিতায় ফেলতে পারে। দামের দিক থেকে ফোল্ডেবল স্মার্টফোনগুলি ইতিমধ্যেই খুব বেশি দামে বিক্রি হচ্ছে। Xiaomi Mix Fold 3-এর দাম হতে পারে $১৫০০। এর থেকে অনুমান করা যায় যে, এই ফ্লিপ ফোন একটি উচ্চ মূল্যের ট্যাগ সহ আসতে পারে। এটাও বলা হচ্ছে যে মিক্স ফ্লিপ শুধুমাত্র চিনের বাজারে সীমাবদ্ধ থাকতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শীঘ্রই লঞ্চ করা হবে শাওমির প্রথম ফ্লিপ স্মার্টফোন, প্রতিযোগীদের চেয়ে এই ফোন কতটা আলাদা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement