শেষ হল জিও-র ফ্রি পরিষেবা, এবার কী করবেন ? দেখে নিন...

Last Updated:

জিও-র ফ্রি পরিষেবার মেয়াদ অবশেষে শেষ হয়েছে ১৫ এপ্রিল ৷

#মুম্বই: জিও-র ফ্রি পরিষেবার মেয়াদ অবশেষে শেষ হয়েছে ১৫ এপ্রিল ৷ যারা এখনও কোনও রিচার্জ করায়নি তারা এখন কেবল ইনকামিং পরিষেবার সুবিধা পাবেন ৷ একটি নির্দিষ্ট সময়ের পর রিচার্জ না করা হলে নম্বরটি বন্ধ করে দেওয়া হবে সংস্থার তরফে ৷
প্রথমে ওয়েলকাম অফার, তারপর হ্যাপি নিউ ইয়ার ও সামার সারপ্রাইজ অফার ৷ এবার এল ধন ধনা ধন অফার ৷ একের পর এক আকর্ষণীয় অফার এনে টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ এরপর কী ? আর বিনামূল্যে নয় জিও পরিষেবা ৷ এবার থেকে জিও-র পরিষেবা পেতে হলে করতে হবে রিচার্জ ৷ কিন্তু এত অল্পের সময়ের মধ্যে জিও এতগুলি প্ল্যান বাজরে এনেছে ও বাতিল করেছে যে গ্রাহকরা কিছুটা হলেও বিভ্রান্তিতে ভুগছে ৷ অনেকেই ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বর হয়ে ভাবছে কোন রিচার্জটা করা উচিৎ ৷ আবার অনেকেই ১৪৯ টাকা দিয়ে রিচার্জ করিয়েছে ৷ অনেকে এখনও বুঝতে পারছে না কোনও রিচার্জ করা উচিৎ ৷ তাদের সরকেল জন্য রইল জিও-র বিভিন্ন ডেটা প্ল্যানের লিস্ট -
advertisement
১. সবচেয়ে প্রথমে যেটা আপনার জানা উচিৎ যে জিও পরিষেবা আর ফ্রি নয় ৷ এবার থেকে সমস্ত পরিষেবার জন্যে করতে হবে রিচার্জ ৷ গত সপ্তাহে সামার সারপ্রাইজ অফার বাতিল করে নিয়ে আসা হয়েছে ধন ধনা ধন অফার ৷
advertisement
২. ১১ এপ্রিলের আগে যারা সামার সারপ্রাইজ অফারে সাবস্ক্রাইব করেছে করেছেন তারা সেই পরিষেবা পাবে ৷
advertisement
৩. এখন গ্রাহকদের জন্য রয়েছে ধন ধনা ধন অফার ৷ প্রাইম ও নন প্রাইম মেম্বরদের জন্য দুটি প্ল্যান রয়েছে ৷
৪. এই অফারে মাত্র ৩০৯ ও ৫০৯ টাকার রিচার্জ করলেই ফের দারুণ সব সুবিধা পেতে চলেছেন জিও-র গ্রাহকরা ৷ ৩০৯ টাকার সার্ভিস প্যাকে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১জিবি করে ৪জি ইন্টারনেট ডেটা অর্থাৎ মাসে ৩০জিবি ডেটা ৷ অন্যদিকে ৫০৯ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে প্রতিদিন ২জিবি করে ৪জি ডেটা, অর্থাৎ মাসে মোট ৬০ জিবি ডেটা ৷
advertisement
৫. নন প্রাইম মেম্বররা অথবা এখনও জিও গ্রাহক নন তাদের জন্য (৩০৯ + ৯৯) ৪০৮ টাকার ট্যারিফ প্ল্যানে এই পরিষেবা দেবে জিও। অন্যদিকে, প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা ব্যবহার করতে হলে জিও গ্রাহক নন কিংবা জিও প্রাইম মেম্বারশিপ করাননি, তাদের (৫০৯+৯৯) ৬০৮ টাকা দিয়ে রিচার্জ করাতে হবে । তাহলেই ধন ধনা ধন অফারের সমস্ত সুবিধা তারা উপভোগ করতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শেষ হল জিও-র ফ্রি পরিষেবা, এবার কী করবেন ? দেখে নিন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement