Find My Device: গাড়ির চাবি, ব্যাগ, পার্স খুঁজে পাচ্ছেন না? কোথায় রেখেছেন হদিশ দেবে গুগলের ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Find My Device: অবশেষে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ‘ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক’ ফিচার চালু করল গুগল। গত বছর এই ফিচার চালুর কথা ঘোষণা করেছিল টেক জায়ান্ট সংস্থা।
কলকাতাঃ অবশেষে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ‘ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক’ ফিচার চালু করল গুগল। গত বছর এই ফিচার চালুর কথা ঘোষণা করেছিল টেক জায়ান্ট সংস্থা। তারপর থেকে এর উপর কাজ করছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা।
আরও পড়ুনঃ ফাঁস হয়েছে iPhone 16-এর ফিচার; আড়ম্বরপূর্ণ রঙ, পরিমার্জিত নকশা এবং ম্যাট ফিনিশ সহ লঞ্চ করা হতে পারে এই ফোন
গত সপ্তাহে একটি প্রতিবেদন থেকে জানা যায়, খুব শীঘ্রই এই ফিচার আনতে চলেছে গুগল। শেষ পর্যন্ত ৮ এপ্রিল বিশ্বব্যাপী এই নতুন ফিচার চালু করেছে টেক জায়ান্ট সংস্থা। এখন অ্যান্ড্রয়েড ইউজাররা ক্রাউডসোর্সড নেটওয়ার্ক ব্যবহার করে স্মার্টফোন এবং আনুষাঙ্গিক শনাক্ত করতে পারবেন। অ্যাপলে এই ফিচার ফাইন্ড মাই অ্যাপের মতো কাজ করে।
advertisement
ব্লগ পোস্টে এই ফিচার লঞ্চের ঘোষণা করে গুগলের ভিপি ইঞ্জিনিয়ারিংয়ের এরিক কে বলেন, “আজ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শুরু করে সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে সম্পূর্ণ নতুন Find My Device চালু হচ্ছে৷ এক বিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্রাউডসোর্স নেটওয়ার্কের মাধ্যমে ‘ফাইন্ড মাই ডিভাইস’ ইউজারকে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইস এবং দৈনন্দিন জিনিসগুলো দ্রুত এবং নিরাপদে খুঁজে পেতে সাহায্য করবে”।
advertisement
advertisement
ক্রাউডসোর্স নেটওয়ার্কের উল্লেখযোগ্য বৈশিষ্ট হল, ডিভাইস অফলাইনে থাকলেও শনাক্ত করতে পারে। অর্থাৎ স্মার্টফোন বা আনুষাঙ্গিক ডিভাইস ট্র্যাক করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। Pixel 8 এবং Pixel 8 Pro ইউজাররা এই সুবিধা পাবেন। ডিভাইস যদি স্যুইচড অফ থাকে বা ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলেও সেগুলো ট্র্যাক করতে অসুবিধা হবে না। ডিভাইস চুরি হলে, এই ফিচার কাজে আসবে। ফাইন্ড মাই ডিভাইস নেট ওয়ার্কে ‘ফাইন্ড নিয়ারবাই’ বাটন রয়েছে, যা স্মার্টফোন বা ডিভাইসের সঠিক অবস্থান বের করতে সাহায্য করবে।
advertisement
গুগল জানিয়েছে, ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে চিপোলো এবং পেবলবি থেকে ব্লুটুথ ট্র্যাকার ট্যাগগুলিকে অনুমতি দেবে এবং তাদের অবস্থান ট্র্যাক করবে। এই ট্যাগ দৈনন্দিন জিনিসপত্র যেমন চাবি, ওয়ালেট বা ব্যাগের সঙ্গে যুক্ত করা যেতে পারে। মে মাস থেকেই এই ফিচার চালু হয়ে যাবে। এই বছরের শেষ দিকে, eufy, Motorola এবং Jio-এর ব্লুটুথ ট্যাগগুলিও যোগ করা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 5:15 PM IST